এই ধারাবাহিকের প্রযোজক, চিত্রনাট্যকার লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। বর্তমানে বাংলা জনপ্রিয় বেশীরভাগ ধারাবাহিকের চিত্রনাট্যকার তিনিই। ম্যাজিক মোমেন্টস-এর প্রোজেক্ট। এই ধারাবাহিকে গুড্ডি- অনুজের বিয়ে হয়। ডিভোর্স হয়। ফের শিরিন অনুজের বিয়ে হয়। ডিভোর্সের পর গুড্ডির প্রতি ভালবাসা জাগে নায়কের মনে। এর পর আসে আর এক নায়ক। সে এক দারুণ টানাপোড়েনের গল্প। তবে এর মধ্যেই এক ভয়ঙ্কর দৃশ্য এবং সংলাপ লিখে ফেললেন লেখিকা।
advertisement
জঙ্গলে চলে যায় গুড্ডি। তাকে ফিরিয়ে আনে অনুজ। এই ফেরার পথে অনুজ গুড্ডিকে বলে 'তুমি যদি আজ হাতির পেটে যেতে কী হত?" গুড্ডি উত্তর দেয়, "কী আবার হত। ওরাও পেট ভরে কিছু খেত পেত। ওরা তো কিছু খাওয়ার জন্যই জঙ্গলের বাইরে বেরিয়ে আসে।" বাবা রে বাবা! কার মাথা থেকে আসে এই ধারনা। কী করে সম্ভব হাতির পেটে যাওয়া। মানুষকে তুলে আছাড় মারতে পারে, পায়ের তলে পিষে মেরে ফেলতে পারে হাতি। কিন্তু তাই বলে চিবিয়ে খেয়ে নিতে পারে! এ কথা ভাবাও যায় না। এই সিরিয়ালের বিশেষ এই দৃশ্য এখন ভাইরাল। হাজার হাজার মিমে ভরে গিয়েছে সোশ্যাল মাধ্যম।