TRENDING:

Bengali Serial | Viral Video: হাতির পেটে চলে যাচ্ছিল নায়িকা! চিবিয়ে প্রায় খেয়েই নিয়েছিল! ভাগ্যিস! ধন্যি ধারাবাহিক! ভাইরাল ভিডিও

Last Updated:

Bengali Serial | Viral Video: হাতি নাকি মানুষ খায়! জঙ্গল থেকে বাইরে আসে মানুষ খেতে! একটুর জন্য বেঁচেছেন নায়িকা! ভাইরাল ভিডিও দেখলে হা হয়ে যাবেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: হাতি নাকি মানুষকে খেয়ে ফেলতে পারে! অবাক হচ্ছেন তো? গাছ পালা খাওয়া হাতি কী করে মানুষকে খাবে? না, না কলি যুগে সব হয়! গোটা দুনিয়াটাই বদলে যেতে পারে! সম্প্রতি সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই বলা হচ্ছে হাতি নাকি খেয়ে ফেলতো জনপ্রিয় ধারাবাহিকের নায়িকাকে। ধারাবাহিকের নাম 'গুড্ডি'। স্টার জলসার জনপ্রিয় শো। এই ধারাবাহিকে গুড্ডির চরিত্রে অভিনয় করছেন শ্যামোপ্তি মুদলী রণজয় বিষ্ণু ওরফে ‘অনুজ’ এবং মধুরিমা বসাক ওরফে ‘শিরিন’।
advertisement

এই ধারাবাহিকের প্রযোজক, চিত্রনাট্যকার লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। বর্তমানে বাংলা জনপ্রিয় বেশীরভাগ ধারাবাহিকের চিত্রনাট্যকার তিনিই। ম্যাজিক মোমেন্টস-এর প্রোজেক্ট। এই ধারাবাহিকে গুড্ডি- অনুজের বিয়ে হয়। ডিভোর্স হয়। ফের শিরিন অনুজের বিয়ে হয়। ডিভোর্সের পর গুড্ডির প্রতি ভালবাসা জাগে নায়কের মনে। এর পর আসে আর এক নায়ক। সে এক দারুণ টানাপোড়েনের গল্প। তবে এর মধ্যেই এক ভয়ঙ্কর দৃশ্য এবং সংলাপ লিখে ফেললেন লেখিকা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জঙ্গলে চলে যায় গুড্ডি। তাকে ফিরিয়ে আনে অনুজ। এই ফেরার পথে অনুজ গুড্ডিকে বলে 'তুমি যদি আজ হাতির পেটে যেতে কী হত?" গুড্ডি উত্তর দেয়, "কী আবার হত। ওরাও পেট ভরে কিছু খেত পেত। ওরা তো কিছু খাওয়ার জন্যই জঙ্গলের বাইরে বেরিয়ে আসে।" বাবা রে বাবা! কার মাথা থেকে আসে এই ধারনা। কী করে সম্ভব হাতির পেটে যাওয়া। মানুষকে তুলে আছাড় মারতে পারে, পায়ের তলে পিষে মেরে ফেলতে পারে হাতি। কিন্তু তাই বলে চিবিয়ে খেয়ে নিতে পারে! এ কথা ভাবাও যায় না। এই সিরিয়ালের বিশেষ এই দৃশ্য এখন ভাইরাল। হাজার হাজার মিমে ভরে গিয়েছে সোশ্যাল মাধ্যম।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial | Viral Video: হাতির পেটে চলে যাচ্ছিল নায়িকা! চিবিয়ে প্রায় খেয়েই নিয়েছিল! ভাগ্যিস! ধন্যি ধারাবাহিক! ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল