ব্যাঙ্কবাবু ওরফে অভ্রদীপের সঙ্গে কাটানো সময়গুলো কি ভুলতে পারবে ফড়িং? মালাবদল, সিঁদুরদান, শুভদৃষ্টির সময়ে কি প্রথম প্রেম, প্রথম স্বামীর কথা মনে পড়বে নায়িকার?
আরও পড়ুন: 'কানতারা' ছবির লক্ষ্মীলাভ ৪০০ কোটির বেশি, নায়ক পেলেন নামমাত্র, কার পারিশ্রমিক কত
জিমনাস্টিকে আলতার সাফল্য দেখতে চায় অর্জুন। নিজের পেশায় প্রতারিত হওয়ায় তার স্বপ্ন পূরণ হয়নি। কিন্তু আলতাকে ব্যর্থতার অন্ধকারে দেখতে চায় না সে। তাই একদিকে যেমন ব্যাঙ্কবাবু ফড়িংয়ের জীবন ধ্বংস করার ফন্দি আঁটছেত অন্যদিকে অর্জুন সারা জীবন তাকে সঙ্গ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
advertisement
ফড়িংয়ের মা এবং শ্বশুরবাড়ির অনেকেই এ কথা বুঝে গিয়েছে যে তাদের বাড়ির ছেলে ফড়িংয়ের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তুন অর্জুনই তাকে সেই ভালবাসাটা দিতে পারবে। আর তাই নিজের বৌমার পাশে দাঁড়িয়ে তার দ্বিতীয় বিয়ে দিল অভ্রর মা। বৌমাকে সাহস জুগিয়ে বলল, ''তুই কোনও ভুল করছিস না। জীবন তোকে আর একটা সুযোগ দিয়েছে।''
আরও পড়ুন: 'এত প্রশংসার পরেও কী হল বুঝলাম না', ধারাবাহিক বন্ধ হওয়ায় আক্ষেপ সোনালির
পরে এও জানা যাবে, ফড়িংয়ের জ্যাঠা শ্বশুরের হারানো ছেলেই আসলে অর্জুন। অর্থাৎ অর্জুন যে আদতে ঘরেরই ছেলে, তা জানাজানি হয়ে যাবে বিয়ের পরেই। এদিকে ফড়িং তার প্রথম স্বামীকে ভুলে দ্বিতীয় স্বামীকে ভালবাসতে পারবে কিনা, সেটাই দেখার। বন্ধুত্বের সম্পর্ক কি প্রেমের রূপ নেবে?