পাশাপাশি সোনা জানায় দীপাকে সেনগুপ্ত বাড়িতে থাকতে না দিলে সেও থাকবে না। সব মিলিয়ে জমজমাট এই মেগা। কবে সোনা ও সূর্য জানতে পারবে সোনার আসল পরিচয়? এই প্রশ্নই বাড়িয়ে তুলছে দর্শকদের আগ্রহ। গত সপ্তাহের মতো এই সপ্তাহেও ৮.১ নম্বর পেয়ে সবাই কে পিছনে ফেলে আবার সেরার সেরা ‘অনুরাগের ছোঁয়া’।
আরও পড়ুন: ‘ফুলকি’র বাজিমাত! সেরা দশে জায়গা পেল কি ‘সন্ধ্যাতারা’? ‘অনুরাগের ছোঁয়া’ এবার কত নম্বরে?
advertisement
‘ফুলকি’ দেখাচ্ছে ম্যাজিক। শুরু সপ্তাহ থেকেই সেরা দশে জায়গা করে নিয়েছে এই মেগা। আগের সপ্তাহের মতো এই সপ্তাহতেও দ্বিতীয় স্থানে জায়গা করে নিল এই মেগা। পাশাপাশি বাড়ল নম্বরও। আগের সপ্তাহে ৭.২ নম্বর পেয়ে ছিল এবার পেয়েছে ৭.৪ নম্বর। ধীরে ধীরে দর্শকদের মনে নিজেদের জায়গা পাকা করছে ফুলকি-রোহিত।
‘মিঠাই’-এর পরিবর্তে এসে ছিল এই মেগা। ‘মিঠাই’-এর স্টুডিওতেই হচ্ছে শ্যুট। ‘মিঠাই’ টিমের বহু কলাকুশলী এই নতুন মেগায়। প্রকৃত পক্ষে এটি ‘মিঠাই’-এর উত্তরসূরী। সকলের প্রত্যাশাও ছিল এই মেগাকে নিয়ে। আর ঠিক ‘মিঠাই’য়ের মতো করেই ‘ফুলকি’ও জয় করছে দর্শকদের মন।
আরও পড়ুন: শেষ সপ্তাহে চমকে দিল ‘মিঠাই’, সোনা-রুপায় ভর করে সেরা অনুরাগের ছোঁয়া! ‘রামপ্রসাদ’ কোন স্থানে?
অন্যদিকে, আগের সপ্তাহের তুলনায় কমল ‘সন্ধ্যাতারা’র নম্বর। আগের সপ্তাহে ছিল ৫.০ এবার তা কমে ৪.৯ পেয়ে দ্বিতীয় সপ্তাহতেই ছিটকে গেল সেরা দশ থেকে।
৬ টার স্লটে ‘রামপ্রসাদ’ পিছনে ফেলে দিল ‘গৌরী এল’কে । তবে শৈল মায়ের স্মৃতি ফেরাতে খুব সামান্য হলেও নম্বর বাড়ল মেগার। কিন্তু সেরা দশে জায়গা করে নিতে পারল না। অন্যদিকে নম্বর বাড়ল ‘তুঁতে’র। গত সপ্তাহে যেখানে নম্বর ছিল ৪.১, এই সপ্তাহে ৪.৪। কিন্তু তাও সেরা দশে জায়গা করতে পারল না এই মেগা।
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
প্রথম | অনুরাগের ছোঁয়া |
দ্বিতীয় | ফুলকি |
তৃতীয় | জগদ্ধাত্রী |
চতুর্থ | নিম ফুলের মধু |
পঞ্চম | বাংলা মিডিয়াম |
ষষ্ঠ | রাঙা বউ |
সপ্তম | হরগৌরী পাইস হোটেল |
অষ্টম | পঞ্চমী |
নবম | এক্কা দোক্কা |
দশম | সোহাগ জল |