অন্যদিকে প্রথম সপ্তাহেই ‘ফুলকি’র বাজিমাত। মিঠাই-এর বদলে আসার কথা ছিল এই মেগার তবে সময়ের কিছুটা বদল ঘটে তা হয়েছে সন্ধ্যা ৭:৩০-এ। কিন্তু প্রথম সপ্তাহেই দর্শকদের মন জয় করে নিয়েছে ফুলকি-রোহিত। ৭.২ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে। এই সপ্তাহে ২.৮ পেয়ে প্রথম ১০ থেকে বাদ পড়ল ‘গৌরী এল’।
আরও পড়ুন: শেষ সপ্তাহে চমকে দিল ‘মিঠাই’, সোনা-রুপায় ভর করে সেরা অনুরাগের ছোঁয়া! ‘রামপ্রসাদ’ কোন স্থানে?
advertisement
অন্যদিকে, ‘ফুলকি’র সঙ্গে একই সময় শুরু হওয়া ‘সন্ধ্যাতারা’ টক্কর দিতে পারল না ‘ফুলকি’কে। তবে প্রথম সপ্তাহেই টিআরপি তালিকায় সেরা দশে জায়গা করে নিল। ৫.০ নম্বর পেয়ে ‘মেয়েবেলা’র সঙ্গে যুগ্ম ভাবে নবম এই মেগা।
আরও পড়ুন: TRP-তে সেরা দশে থেকেও বন্ধের মুখে মেয়েবেলা? কোন ধারাবাহিক এবার সেরার আসনে? দেখুন তালিকা
পাশাপাশি ‘জগদ্ধাত্রী’ ও ‘নিম ফুলের মধু’ তৃতীয় ও চতুর্থ স্থানে নিজেদের জায়গা ধরে রাখল। পাশাপাশি ‘বাংলা মিডিয়াম’ উঠে এল পঞ্চমে। অন্যদিকে, নম্বর কমল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এর । অষ্টম থেকে দশমে নেমে এল এই মেগা।
অন্যদিকে ‘মুকুট’ নিয়ে নানা বিতর্কের পরও নম্বর বাড়ল মেগার, পাশাপাশি নম্বর বেড়েছে ‘রামপ্রসাদ’-এরও কিন্তু কোনও ভাবেই এই মেগা জায়গা করে নিতে পারছে না সেরা দশে।
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
| প্রথম | অনুরাগের ছোঁয়া |
| দ্বিতীয় | ফুলকি |
| তৃতীয় | জগদ্ধাত্রী |
| চতুর্থ | নিম ফুলের মধু |
| পঞ্চম | বাংলা মিডিয়াম |
| ষষ্ঠ | রাঙা বউ, হরগৌরী পাইস হোটেল |
| সপ্তম | পঞ্চমী |
| অষ্টম | এক্কাদোক্কা |
| নবম | মেয়েবেলা, সন্ধ্যাতারা |
| দশম | কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ |
