বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসাতে। একচুলও জমি ছাড়তে নারাজ কেউ কাউকে৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন।
advertisement
বাংলা ধারাবাহিকে একের পর এক পরিবর্তন হয়েই চলেছে৷ এবার টিআরপি তালিকা দেখলে খানিকটা চমকে যাবেন আপনিও৷ ফুলকিকে পিছনে ফেলে ফের এগিয়ে গেছে জগদ্ধাত্রী৷ টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের টিআরপি-র তালিকা।
পরিণীতা- ৭.২ (প্রথম)
জগদ্ধাত্রী- ৬.৮ (দ্বিতীয়)
ফুলকি- ৬.৬ (তৃতীয়)
রাঙামতী তীরন্দাজ-পরশুরাম আজকের নায়ক-৬.৩ (চতুর্থ)
কথা-কোন গোপনে মন ভেসেছে – ৫.৯ (পঞ্চম)
আরও পড়ুন-ঘনিয়ে আসছে ভয়ঙ্কর বিপর্যয়…! ৮ রাজ্য কাঁপবে তুমুল ভারী ঝড়-বৃষ্টিতে! ধুলোঝড়ের তাণ্ডব, কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD
প্রতি মুহূর্তেই যেন বদলে যাচ্ছে টিআরপি তালিকা।চলতি সপ্তাহের টিআরপি-তে বেশ বড়সড় রদবদল হয়েছে। ৭.২ নম্বর নিয়ে চলতি সপ্তাহে প্রথম স্থানে রয়েছে ধারাবাহিক ‘পরিণীতা’ ৷ ৬.৮ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিক’জগদ্ধাত্রী’ ৷ ৬.৬ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’ । ৬.৩ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ধারাবাহিক ‘রাঙামতী তীরন্দাজ’ ও ‘পরশুরাম আজকের নায়ক’ ৷ ৫.৯ নম্বর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ধারাবাহিক ‘কথা’ও ‘কোন গোপনে মন ভেসেছে’ ৷