বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসাতে। একচুলও জমি ছাড়তে নারাজ কেউ কাউকে৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন। টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের টিআরপি-র তালিকা।
advertisement
পরিণীতা-৬.৫ (প্রথম)
পরশুরাম আজকের নায়ক- ৫.৯ (দ্বিতীয়)
জগদ্ধাত্রী-রাজরাজেশ্বরী রানী ভবানী-ফুলকি-৫.৮(তৃতীয়)
রাঙামতি তীরন্দাজ-চিরদিনই তুমি যে আমার-আমাদের দাদামণি- ৫.৭(চতুর্থ)
জোয়ার ভাঁটা-৫.৬(পঞ্চম)
চিরসখা-৫.২(ষষ্ঠ)
কথা-লক্ষ্মীর ঝাঁপি- ৪.৮(সপ্তম)
তুই আমার হিরো-৪.৪(অষ্টম)
অনুরাগের ছোঁয়া-গৃহপ্রবেশ- ৪.৩ (নবম)
কম্পাস-কুসুম -৩.৬(দশম)
প্রতি মুহূর্তেই যেন বদলে যাচ্ছে টিআরপি তালিকা।চলতি সপ্তাহের টিআরপি-তে বেশ বড়সড় রদবদল হয়েছে। ৬.৫ নম্বর নিয়ে চলতি সপ্তাহে প্রথমবার প্রথম স্থানে রয়েছে ধারাবাহিক ‘পরিণীতা’ ৷ ৫.৯ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’ ৷ ৫.৮ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘রাজরাজেশ্বরী রানী ভবানী’,’ফুলকি’ ও’জগদ্ধাত্রী’। ৫.৭ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’, ‘আমাদের দাদামণি’ ও’রাঙামতি তীরন্দাজ’ ৷ ৫.৬ নম্বর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’ ৷

