এবার টিআরপি তালিকায় বিরাট চমক ৷ লক্ষ্মীবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়৷ টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের টিআরপি-র তালিকা।
advertisement
চিরদিনই তুমি যে আমার-৬.১ (প্রথম)
পরিণীতা- ৫.৯ (দ্বিতীয়)
জগদ্ধাত্রী-৫.৫(তৃতীয়)
ফুলকি- ৫.৪(চতুর্থ)
রাঙামতি তীরন্দাজ-৫.৩(পঞ্চম)
পরশুরাম আজকের নায়ক-আমাদের দাদামণি-৫.১(ষষ্ঠ)
রাজরাজেশ্বরী রানী ভবানী-৪.৭(সপ্তম)
কথা-৪.৫(অষ্টম)
লক্ষ্মীর ঝাঁপি-জোয়ার ভাঁটা-তুই আমার হিরো ৪.৪ (নবম)
চিরসখা-৪.৩(দশম)
প্রতি মুহূর্তেই যেন বদলে যাচ্ছে টিআরপি তালিকা। চলতি সপ্তাহের টিআরপি-তে বেশ বড়সড় রদবদল হয়েছে। ৬.১ নম্বর নিয়ে চলতি সপ্তাহে প্রথম স্থানে রয়েছে ধারাবাহিক ‘ চিরদিনই তুমি যে আমার’ ৷ ৫.৯ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘পরিণীতা’ ৷ ৫.৫ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। ৫.৪ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ধারাবাহিক ‘ফুলকি’ ৷ ৫.৩ নম্বর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ধারাবাহিক ‘রাঙামতি তীরন্দাজ’ ৷