অন্য দিকে প্রথম সপ্তাহেই বাজিমাত রুবেল আর পল্লবীর! নতুন মেগা 'নিম ফুলের মধু' ইতিমধ্যেই সেরা দশের তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে বসেছে। বিয়ের তারিখ স্থির হয়েছে নায়ক-নায়িকার। নতুন প্রেমের আবহে আনন্দে মেতেছেন দর্শক।
আরও পড়ুন: সেরা পাঁচেও রইল না 'মিঠাই', TRP মাতালো 'জগদ্ধাত্রী', এই সপ্তাহে মেগার লড়াইয়ে বড় চমক
advertisement
আরও পড়ুন: মণ্ডপে আততায়ীকে গুলি জগদ্ধাত্রীর! লালন-ফুলঝুরির দূরত্ব! কে হল সেরা মেগা, রইল TRP
দুই যমজ কন্যাসন্তানের মা হয়েছে দীপা। এদিকে সূর্য তার পাশে নেই। তারই মধ্যে দীপার অজান্তে একটি মেয়েকে নিজের ছেলের কাছে নিয়ে গিয়েছে শাশুড়ি। তার আশা, ছেলে-বৌমাকে এক করতে পারে তার দুই নাতনিই। অর এই প্রেম-বিরহের গল্পে মুগ্ধ বাংলার দর্শক। তাই সিংহাসন দখল করে বসল 'অনুরাগের ছোঁয়া'।
গত সপ্তাহের মতো এ বারও 'জগদ্ধাত্রী'র দখলে সেরার স্থান। দুই মেগার জয়জয়কার টিআরপি তালিকায়। একটি নয়, দু'টি ধারাবাহিক এবার বেঙ্গল টপার!
দেখে নেওয়া যাক এ সপ্তাহের টিআরপি তালিকা-
প্রথম স্থান | জগদ্ধাত্রী, অনুরাগের ছোঁয়া |
দ্বিতীয় স্থান | মিঠাই/ নিম ফুলের মধু |
তৃতীয় স্থান | আলতা ফড়িং |
চতুর্থ স্থান | ধুলোকণা |
পঞ্চম স্থান | গৌরী এল, এক্কা দোক্কা |
ষষ্ঠ স্থান | গাঁটছড়া, সাহেবের চিঠি, খেলনা বাড়ি |
সপ্তম স্থান | পিলু/ মিঠাই, মাধবীলতা |
অষ্টম স্থান | লক্ষ্মী কাকিমা সুপারস্টার |
নবম স্থান | নবাব নন্দিনী |
দশম স্থান | হরগৌরী পাইস হোটেল |