সবটা নিয়ে জমজমাট ‘অনুরাগের ছোঁয়া’ আবার সব মেগাকে পিছনে ফেলে সেরার সেরা। তবে নম্বর আগের সপ্তাহের তুলনায় অনেক কমেছে। এবার মেগার ঝুলিতে ৮.৪। তবে এই সপ্তাহেও রবিবারে টিআরপির নিরিখে ‘দিদি নম্বর ১’ কে ছাপিয়ে যেতে পারেনি এই মেগা।
আরও পড়ুন: সেরা দশে ‘সন্ধ্যাতারা’! ‘অনুরাগের ছোঁয়া’কে টক্কর দিল কে? টিআরপি-সেরা এই মেগা
advertisement
এই সপ্তাহেও দ্বিতীয় ‘জগদ্ধাত্রী’। সমুদ্র সৈকতে জগদ্ধাত্রী। অন্যদিকে ফুলকি-রোহিত এই সপ্তাহে তৃতীয় স্থানে। এখন রোহিতের মনে শালিনীর স্মৃতি, তারমধ্যেও জায়গা করে নিচ্ছে ফুলকি।
আরও পড়ুন: ‘কার কাছে কই মনের কথা’ কি জায়গা পেল সেরা দশে ? কোন মেগার জন্য দ্বিতীয় স্থান থেকে ছিটকে গেল ফুলকি
এই সপ্তাহেও ‘নিম ফুলের মধু’ পঞ্চম স্থানে। চতুর্থ স্থানে এবারেও ‘রাঙা বউ’। পাশাপাশি এই সপ্তাহে সকলকে চমক দিয়ে সেরা দশে জায়গা করে নিল ‘কার কাছে কই মনের কথা’। পাশাপাশি সন্ধ্যাতারাও ধরে রাখল নিজের জায়গা।
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
প্রথম | অনুরাগের ছোঁয়া |
দ্বিতীয় | জগদ্ধাত্রী |
তৃতীয় | ফুলকি |
চতুর্থ | রাঙা বউ |
পঞ্চম | নিম ফুলের মধু |
ষষ্ঠ | বাংলা মিডিয়াম |
সপ্তম | হরগৌরী পাইস হোটেল |
অষ্টম | সন্ধ্যাতারা |
নবম | এক্কা দোক্কা, খেলনা বাড়ি |
দশম | কার কাছে কই মনের কথা |