অন্যদিকে দ্বিতীয় স্থানে স্বস্তিকা দত্তের কামব্যাক সিরিয়াল প্রফেসর বিদ্যা ব্যানার্জি৷ শুরুতেইহ বাজিমাত করছে স্টার জলসার ধারাবাহিক । টেলিভিশনে কামব্যাক করেই সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী৷
তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার সিরিয়াল পরিণীতা৷ ধারাবাহিকটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঈশানী চট্টোপাধ্যায় ও উদয় প্রতাপ সিং৷
advertisement
বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসাতে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন। টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের টিআরপি-র তালিকা।
আরও পড়ুনDhurandhar: শীঘ্রই ঘরে বসে দেখতে পাবেন রণবীর সিং-এর ‘ধুরন্ধর’! OTT-তে বিশাল টাকায় চুক্তি হয়েছে
বেঙ্গল টপার- পরশুরাম 7.0
দ্বিতীয়- বিদ্যা ব্যানার্জি 6.8
তৃতীয়- পরিণীতা 6.7
চতুর্থ- চিরসখা 6.5
পঞ্চম- রাঙামতি 6.2
ষষ্ঠ- চিরদিনই তুমি যে আমার 6.1
সপ্তম- জগদ্ধাত্রী 6.0
অষ্টম- ও মোর দরদিয়া 5.8
নবম- জোয়ার ভাঁটা 5.6
দশম- লক্ষ্মী ঝাঁপি 5.5
প্রতি মুহূর্তেই যেন বদলে যাচ্ছে টিআরপি তালিকা। গত সপ্তাহের সঙ্গে এই সপ্তাহে খুব বেশি বদল হয়নি৷ 7.0 নম্বর নিয়ে চলতি সপ্তাহে প্রথম স্থানে রয়েছে ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’ ৷ 6.8 নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ৷ 6.7 নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘পরিণীতা’ । 6.5 নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ধারাবাহিক ‘চিরসখা’ ৷ ৬.০ নম্বর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ধারাবাহিক ‘রাঙামতি’৷
