TRENDING:

আতঙ্কিত মানালি! বিয়ের তিন বছর পরও মা হতে ভয়! ফাঁস করলেন ‘মনের কথা’

Last Updated:

ছোট পর্দার খুবই পরিচিতি তিন অভিনেত্রী মানালি দে, স্নেহা চট্টোপাধ্যায় এবং বাসবদত্তা চট্টোপাধ্যায়কে এবার দেখা যাবে নতুন এক ধারাবাহিকে। সেই ধারাবাহিকের প্রচারে ‘দিদি নম্বর ওয়ানে’ এসে তাঁরা ফাঁস করলেন শ‍্যুটিং ফ্লোরের গল্প।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ছোট পর্দার খুবই পরিচিতি তিন অভিনেত্রী মানালি দে, স্নেহা চট্টোপাধ্যায় এবং বাসবদত্তা চট্টোপাধ্যায়কে এবার দেখা যাবে নতুন এক ধারাবাহিকে। সেই ধারাবাহিকের প্রচারে ‘দিদি নম্বর ওয়ানে’ এসে তাঁরা ফাঁস করলেন শ‍্যুটিং ফ্লোরের গল্প। বাসবদত্তা ও স্নেহার কথায় জানা গেল মা হওয়ার কথা শুনলেই আতঁকে উঠছেন মানালি।
আতঙ্কিত মানালি! বিয়ের তিন বছর পরও মা হতে ভয়! ফাঁস করলেন ‘মনের কথা’
আতঙ্কিত মানালি! বিয়ের তিন বছর পরও মা হতে ভয়! ফাঁস করলেন ‘মনের কথা’
advertisement

আরও পড়ুনঃ পরিবারের এই সদস্য দেখেন না কাজলের কোনও সিনেমাই দেখেন না! কিন্তু কেন? জানলে অবাক হবেন

৩ জুলাই থেকে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’। এই ধারাবাহিকেই দেখা যাবে মানালি দে, স্নেহা চট্টোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, সৃজনী মিত্র ও কুয়াশা বিশ্বাসকে। পাঁচজন প্রতিবেশীর জীবনের ওঠাপড়ার গল্প বলবে এই ধারাবাহিক।

advertisement

সেই সিরিয়ালের শ‍্যুটিংয়ের ফাঁকে নিজেদের সন্তানদের নিয়ে নানা কথা বলতে থাকেন বাসবদত্তা ও স্নেহা। স্নেহা বলেন যে তাঁদের সন্তান কে কী খাবার খায়, কে ঘুমায়, কে কখন জেগে থাকে সব নিয়েই আলোচনা করেন তাঁরা। আর এই দুই মায়ের কথোপকথন শুনে আঁতকে ওঠেন মানালি।

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

২০২০ সালে পরিচালক অভিমন্যু মুখোপাধ‍্যায়কে বিয়ে করেন মানালি। ‘দিদি নম্বর ওয়ানে’ এসে মানালি বললেন, ‘আমি ঘাড় ঘুরিয়ে এক বার এ দিকে তাকাচ্ছি। তারপর ও দিকে। তার পর বলছি, বাবা রে! তোমরা আর বোলো না!” মানালি আরও বলেন, ‘একটা মেয়ে মধুচন্দ্রিমায় কোথাও যায়নি। তা হলে ফ্ল্যামিলি প্ল্যানিং হবে কী ভাবে?’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
আতঙ্কিত মানালি! বিয়ের তিন বছর পরও মা হতে ভয়! ফাঁস করলেন ‘মনের কথা’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল