আরও পড়ুনঃ পরিবারের এই সদস্য দেখেন না কাজলের কোনও সিনেমাই দেখেন না! কিন্তু কেন? জানলে অবাক হবেন
৩ জুলাই থেকে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’। এই ধারাবাহিকেই দেখা যাবে মানালি দে, স্নেহা চট্টোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, সৃজনী মিত্র ও কুয়াশা বিশ্বাসকে। পাঁচজন প্রতিবেশীর জীবনের ওঠাপড়ার গল্প বলবে এই ধারাবাহিক।
advertisement
সেই সিরিয়ালের শ্যুটিংয়ের ফাঁকে নিজেদের সন্তানদের নিয়ে নানা কথা বলতে থাকেন বাসবদত্তা ও স্নেহা। স্নেহা বলেন যে তাঁদের সন্তান কে কী খাবার খায়, কে ঘুমায়, কে কখন জেগে থাকে সব নিয়েই আলোচনা করেন তাঁরা। আর এই দুই মায়ের কথোপকথন শুনে আঁতকে ওঠেন মানালি।
২০২০ সালে পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়কে বিয়ে করেন মানালি। ‘দিদি নম্বর ওয়ানে’ এসে মানালি বললেন, ‘আমি ঘাড় ঘুরিয়ে এক বার এ দিকে তাকাচ্ছি। তারপর ও দিকে। তার পর বলছি, বাবা রে! তোমরা আর বোলো না!” মানালি আরও বলেন, ‘একটা মেয়ে মধুচন্দ্রিমায় কোথাও যায়নি। তা হলে ফ্ল্যামিলি প্ল্যানিং হবে কী ভাবে?’