Kajol: পরিবারের এই সদস্য দেখেন না কাজলের কোনও সিনেমাই দেখেন না! কিন্তু কেন? জানলে অবাক হবেন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
দুই সন্তানকে সামলেও সফল অভিনেত্রী তিনি৷ তাঁর অভিনয়ের গুণে মুগ্ধ গোটা দেশ৷ অথচ তাঁর পরিবারের এক সদস্যই দেখেন না কাজলের সিনেমা!
কাজল, দেশের অন্যতম সেরা অভিনেত্রী। পাশাপাশি তিনি দুই সন্তানের মা। কন্যা নাইসা এবং পুত্র যুগেকে নিয়ে অজয় দেবগণ এবং কাজলের সুখের সংসার৷ দুই সন্তানকে সামলেও সফল অভিনেত্রী তিনি৷ তাঁর অভিনয়ের গুণে মুগ্ধ গোটা দেশ৷ অথচ তাঁর পরিবারের এক সদস্যই দেখেন না কাজলের সিনেমা!
এক সাক্ষাৎকারে কাজল নিজেই জানালেন এ কথা৷ বড় পর্দায় রাজত্ব করার পর এবার ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন অজয় পত্নী৷ ‘দ্য ট্রায়াল: প্যায়ার কানুন ধোকা’ নামের নতুন ওয়েব সিরিজে এক মায়ের ভূমিকায় দেখা যাবে কাজলকে৷ যাঁর স্বামী একটি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন৷ কাজলের চরিত্রটিকে এই ঘটনার পর আদালতে ফিরে আসতে দেখা যাবে৷ ছবিতে কাজলের সঙ্গেই দেখা যাবে বাঙালি অভিনেতা যিশ সেনগুপ্তকে৷
advertisement
ওয়েব সিরিজে তিনি প্রথমবার মায়ের ভূমিকায়৷ তবে পর্দায় বহু আগে থেকেই মায়ের ভূমিকায় অভিনয় করছেন তিনি৷ বাস্তবে মা হওয়ার আগে থেকেই তিনি মায়ের ভূমিকায় অভিনয় করেছেন৷
advertisement
advertisement
কাজলের কথায়,‘‘আমি পর্দায় ১২০ বার মায়ের ভুমিকায় অভিনয় করেছি৷ আমার মনে হয় পর্দায় মায়েরা বাস্তবের মায়েদের চেয়ে অনেকটা আলাদা ৷’’ সন্তানদের সঙ্গে বাবা মায়ের সম্পর্ক যথেষ্ট জটিল৷ বহু মোড় থাকে সেই সম্পর্কে৷ বাস্তবে বাবা মা এবং সন্তানের সম্পর্ক একটু অদ্ভুত হয়৷ ‘‘আমি সবসময় আমার সন্তানদের বলি, তোমার কিছু কাজ আমার পছন্দ নাও হতে পারে৷ কিন্ত তাও সবসময় জানবে আমি তোমাদের ভালবাসি।’’ সন্তানদের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বলেন কাজল।
advertisement
এই প্রসঙ্গেই আরও কথা বলতে গিয়ে কাজল বলেন তাঁর এক আত্মীয়ের কথা। যাঁর বয়স ৪৮ বছর। নিজের পরিবারেই এমন অসাধারণ অভিনেত্রী আছেন৷ কিন্তু তাও কাজলের ছবি দেখেন না তিনি৷ কাজলের কথায়,‘‘আমার এক আত্মীয় (আন্ট) আমার ছবি দেখেন না কারণ আমি খুব ভাল অভিনয় করি৷ আমি শুনে অবাক হয়ে গিয়েছিলাম৷ আমাকে পর্দায় কাঁদতে দেখতে পারেন না তিনি৷ আমি এত ভাল অভিনয় করি যে আমার কান্না উনি দেখতে পারেন না৷ আমি এটা প্রশংসা হিসেবেই নিয়েছি৷’’
advertisement
তবে কাজলের কান্না শুধু তাঁর আত্মীয়ই নয়, তাঁর সন্তানরাও দেখতে পারে না৷ পর্দায় মায়ের কাঁন্না সহ্য করতে পারেন না নাইসা এবং যুগ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 05, 2023 7:51 PM IST