শোনা যাচ্ছে, 'গাঁটছড়া'য় এ বার দেখা যাবে কথা চক্রবর্তীকে। অতীতে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'মহাপীঠ তারাপীঠ'-এ কাজ করেছেন তিনি। আকাশ আট-এ 'তোমায় হৃদ মাঝারে রাখব' মেগাতেও নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল কথাকে। গুঞ্জন, তাঁকে দেখা যাবে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'গাঁটছড়া'-তে। তবে 'খড়ি'র পরিবর্তে তাঁকে আনা হচ্ছে না। অন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় চরিত্র থাকবেন তিনি।
advertisement
আরও পড়ুন: কেন 'গাঁটছড়া' থেকে আচমকাই সরে গেলেন 'খড়ি'! অবশেষে সত্যিটা ফাঁস করলেন শোলাঙ্কি
সূত্রের খবর, ধারাবাহিকে দেখানো হবে সন্তান প্রসবের সময় মৃত্যু হবে খড়ির। তার মৃত্যুর পর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আগমন হবে কথার। কিন্তু ঋদ্ধির জীবনে নতুন প্রেম বা ঋদ্ধির স্ত্রীর ভূমিকায় দেখা যাবে না তাঁকে। বরং সম্পূর্ণ অন্য ভাবে ধরা দেবেন তিনি। এই বিষয়ে জানার জন্য নিউজ18 বাংলার পক্ষ থেকে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু তিনি ফোন তোলেনি। তবে সত্যি কি এমন কিছু হবে? ধারাবাহিকের গল্প কি নতুন দিকে মোড় নেবে? এখন সেটাই দেখার।