স্নেহাশিস চক্রবর্তী প্রযোজিত এই সিরিয়ালের মূল চরিত্র অর্থাৎ শীতলা শিকদারের ভূমিকায় দেখা যাবে ঋতব্রতা দেকে। এর আগেও তিনি ছোটপর্দায় কাজ করেছেন। তবে মূল চরিত্রে নয়। এবার একদম নতুন ভাবে অভিনেত্রীকে দেখা যাবে এই গল্পে। ইতিমধ্যে ট্রেলারে তার সেই নতুন রূপের ঝলক দেখা গেছে। ঋতব্রতা বিপরীতে দেখা যাবে ইন্দ্রনীল চট্টোপাধ্যায়কে। তিনিও ছোটপর্দার অত্যন্ত পরিচিত মুখ।
advertisement
আরও পড়ুন- এ সপ্তাহেও সেরা 'অনুরাগের ছোঁয়া'! টিআরপি তালিকার প্রথম দশে কোন কোন সিরিয়াল, দেখে নিন
আরও পড়ুন- ৩ ঘণ্টারও বেশি কসরত করে ইন্দুবালা হয়েছেন শুভশ্রী, বৃদ্ধাবেশ ধারণের নেপথ্য কাহিনি
এই সিরিয়ালের ট্রেলারে দেখানো হয়েছে, শীতলা সিকদার একজন জুনিয়র আর্টিস্ট। যে স্বপ্ন দেখে সে এক নম্বর নায়িকা হওয়ার। খুব আত্মবিশ্বাসী মেয়ে শীতলা জানে যে একদিন তার স্বপ্ন সত্যি হবে। সে স্বপ্নে দেখে, সে সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছে। কিন্তু তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়, যখন সে বুঝতে পারে এটা নিছকই একটি স্বপ্ন। তার স্বপ্ন কি কখনও পূরণ হবে? নাকি লাইট-ক্যামেরা-অ্যাকশন, সব ছেড়ে বাস্তব জীবনে প্রেমিকার অভিনয় করতে হবে তাকে? জীবনের ঘাত-প্রতিঘাত পেরিয়ে কীভাবে জুনিয়র আর্টিস্ট শীতলা হয়ে উঠবে ‘নায়িকা নম্বর ওয়ান’ শীলা? সেই গল্প নিয়েই ৬ মার্চ থেকে কালার্স বাংলায় আসছে ‘নায়িকা নম্বর ওয়ান’। এখন দেখার পালা শীলা কতটা মনজয় করতে পারে দর্শকদের।