যেই রচনা বন্দ্যোপাধ্যায়কে হারানো অসম্ভব হয়ে দাঁড়ায় মাঝে মধ্যেই। তাঁর সঞ্চালনায় জি বাংলার ‘দিদি নম্বর ওয়ান’ এবার টিআরপি এনেছে ৩.০। যা এই সপ্তাহের নন ফিকশন শো-গুলির মধ্যে সবথেকে কম। কারণ তাকে ছাপিয়ে গিয়েছে স্টার জলসার গানের শো ‘সুপার সিঙ্গার সিজন ৪’। ৩.৩ নম্বর উঠেছে স্টার জলসার শো-এর।
আরও পড়ুন: মা-বাবা ভাবত নেচে রোজগার করি, রূপান্তরকামী লোকগানে মঞ্চ মাতাচ্ছেন সুপার সিঙ্গারে
advertisement
আরও পড়ুন: বাংলা টেলিভিশনের বড় ধামাকা, সারেগামাপা বাংলার বিজয়ী পদ্মপলাশ-অস্মিতা
‘সুপার সিঙ্গার’-এর চতুর্থ সিজন নানা ভাবে ছক ভেঙেছে রিয়্যালিটি-এর মঞ্চে। প্রথমবার রূপান্তরকামী অন্বেষার প্রতিভার কদর করেছে স্টার জলসার এই প্রতিযোগিতা। কিন্তু তার পরেও সেরার স্থান দখল করতে পারছে না চ্যানেলের একমাত্র রিয়্যালিটি শো।
‘সারেগামাপা’-র এই সিজনে শান্তনু মৈত্র, শ্রীকান্ত আচার্য বিচারকের আসনে ছিলেন। সঙ্গে ইমন চক্রবর্তী, জোজো, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছে। সঞ্চালনার দায়িত্ব সামলেছেন আবীর চট্টোপাধ্যায়। আপাতত শেষ এই শো। দেখা যাক পরের সপ্তাহে কে পায় সেরার ট্রফি!