পাশাপাশি সপ্তাহের সোম থেকে শুক্রর টিআরপির নিরিখে নম্বর কিছুটা বেড়েছে। গত সপ্তাহে ‘দিদি নম্বর ১’ পেয়েছিল ২.৭ নম্বর। আর এই সপ্তাহে শোয়ের ঝুলিতে ২.৯ নম্বর।
আরও পড়ুন: হেরে গেলেন ‘অপরাজিত’ রচনা! সূর্য-দীপার জয়জয়কার, ধরাশায়ী অঙ্কুশও
আগের সপ্তাহের মতো এই সপ্তাহেও দ্বিতীয় স্থানেই ‘ডান্স বাংলা ডান্স’। টানা বেশ কয়েক সপ্তাহ শুভশ্রী থেকে অঙ্কুশ কেউই রচনাকে টক্কর দিতে পারছে না। তবে আগের সপ্তাহের তুলয়ায় বেড়েছে নম্বরও। আগের সপ্তাহে নম্বর ছিল৫.০, এই সপ্তাহে হয়েছে ৫.২ নম্বর। পাশাপাশি শনি ও রবিবারের টিআরপির নিরিখে ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘হরগৌরী পাইস হোটেল’কেও টক্কর দিতে পারল না এই রিয়্যালিটি শো।
advertisement
আরও পড়ুন: রচনার কাছে হেরে গেলেন মিঠুন ! অঙ্কুশ করতে পারলেন না বাজিমাত
এই শো-তে বিচারকের আসনে থাকেন মিঠুন চক্রবর্তীকে। সঙ্গে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং মৌনী রায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। সঙ্গে সঞ্চালকের ভূমিকায় থাকেন অঙ্কুশ হাজরা। পাশাপাশি বেশ কিছু তারকাকেও দেখা গিয়ে ছিল এই সপ্তাহে।