TRENDING:

Harry Belafonte Died: ‘হায় কোন সুদূর’, পশ্চিমা সুর ভেসে এসেছিল পূর্বেও, বেলাফন্টের স্মৃতিতে মশগুল বাংলা

Last Updated:

Harry Belafonte Died: হ্যারি বেলাফন্টে মঙ্গলবার ৯৬ বছর বয়সে প্রয়াত হলেন৷ ম্যানহাটনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: হতে পারে তিনি সুদূর পশ্চিমের এক দেশের গায়ক৷ তবু তাঁকে নিয়েই উত্তাল হয়েছিল বাংলা৷ সারা পৃথিবীতে দু-তিনটি ইংরাজি গান যাঁরা শুনেছেন, সেই সব শ্রোতাদের তালিকায় হয়ত রয়ে যায় হ্যারি বেলাফন্টের ‘জামাইকা ফেয়ারওয়েল৷’ দেশে ফেরার গান, ঘরের মানুষদের কাছে ফেরার গান৷ আর সেই গানের স্রষ্টা হ্যারি বেলাফন্টে মঙ্গলবার ৯৬ বছর বয়সে প্রয়াত হলেন৷ ম্যানহাটনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি৷ তাঁর সুর কণ্ঠে ধারণ করেছেন অনেকেই৷ তাঁদের মধ্যে প্রধানতম শিল্পী হলেন বাংলার রঞ্জনপ্রসাদ৷ কী বললেন তিনি৷
বাংলার শিল্পীরা বললেন বেলাফন্টের কথা
বাংলার শিল্পীরা বললেন বেলাফন্টের কথা
advertisement

তিনি বললেন, ‘আমরা যখন কলেজ-ইউনিভার্সিটির ছাত্র, তখন আমাদের চারপাশে যে গান হচ্ছিল, তার সঙ্গে জীবনের কোনও মিল ছিল না৷ সেই, ‘খিড়কি থেকে সিংহদুয়ার’ বা জলসাঘরের বেলোয়ারি ঝাড়, এই ছিল গানের বিষয়বস্তু৷ আমরা ছাত্রবস্থায় ছিল আকাশে বাতাসে বারুদের গন্ধ৷ এই গান সাড়া দিচ্ছিল না৷ সেই সময় সাগর পেরিয়ে কিছু গান আমাদের কানে এসেছিল, যেগুলিকে আমাদের মানব সভ্যতার সম্পদ মনে হয়েছিল, কারণ যেমন পল রবসনের গান৷ এগুলোর কোনও পাসপোর্ট লাগে না৷ তখনই আমার মনে হয়েছিল. এগুলোর যদি ভাষান্তর করতে পারি, তা হলে মানুষের কাছে পৌঁছে যাবে, যে এমন গানও হয়৷ যে গান গাইতে গাইতে মানুষ উদ্ধত বেয়োনেটের সামনে এগিয়ে গিয়েছে, যে গান সঙ্গে নিয়ে নতুন রাষ্ট্রের জন্ম হয়েছে, সেইগুলোই আমার গানের বিষয়বস্তু হয়ে ওঠে৷’

advertisement

আরও পড়ুন - '৬০ দিন ছাড়ুন, রাস্তায় আমাদের মতো তাঁবু খাটিয়ে ৬ দিন থাকুন!' চ্যালেঞ্জ অভিষেকের

আরও পড়ুন - শুভেন্দুর সঙ্গে হোটেলে গোপন বৈঠক চার তৃণমূল নেতার? পোস্টারে ছয়লাপ তমলুক

কেমন ছিল সেই গান প্রস্তুতির প্রক্রিয়া? শিল্পী বলছেন, ‘গান তৈরির প্রক্রিয়া ছিল কঠিন৷ নির্দিষ্ট মিউজিক্যাল সীমার মধ্যে অনূদিত গানগুলিকেও বাঁধতে হয়েছিল৷ আর একটা কথা বলার মতো, আমি ‘জামাইকা ফেয়ারওয়েল’ অনূবাদ করার পর অনেকে সেটা অনূবাদ করতে চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আমার সৃষ্টিটাই রয়ে গিয়েছে৷ কারণ, আমি অন্তর থেকে সেটা সৃষ্টি করার চেষ্টা করেছিলাম৷’

advertisement

বাংলা আধুনিক গানের ক্ষেত্রে বিশ্ব সঙ্গীতের বিভিন্ন ধারা, বিভিন্ন সময়ে এসে মিশেছে৷ ক্যাকটাস ব্যান্ডের সিধু বলছেন, ‘বাঙালির মধ্যে যাঁরা ইংরাজি গান দু’তিনটি শুনেছেন, সেই তালিকায় একটি গান অবশ্যই ‘জামাইকা ফেয়ারওয়েল৷’

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আমেরিকার কান্ট্রি মিউজিক বা স্বদেশী গানকে যে ভাবে বিশ্বের দরবারে নিয়ে এসেছিলেন হ্যারি বেলাফন্টে, তার কোনও তুলনাই সত্যি নেই৷ তিনি একটি প্রতিষ্ঠানের মতো৷ একটি বিশেষ ধারার গান গেয়ে গিয়েছেন বেলাফন্টে৷ তাঁকে অনুসরণ করে কয়েক হাজার সঙ্গীতশিল্পী সঙ্গীত সৃষ্টি করে গিয়েছেন৷’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Harry Belafonte Died: ‘হায় কোন সুদূর’, পশ্চিমা সুর ভেসে এসেছিল পূর্বেও, বেলাফন্টের স্মৃতিতে মশগুল বাংলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল