একদিকে তথাগতরই বাণিজ্যিক ভাবে সফল ছবি ‘পারিয়া’ ওটিটিতে মুক্তি পেল। সেই সময়েই তাঁর আগের ছবি ইউটিউব চ্যানেলে জায়গা করে নিল। আজ থেকে দু’বছর আগে ১১ অগাস্ট ‘ভটভটি’ রিলিজ করেছিল। তার পাশাপাশি একাধিক হিন্দি এবং বাংলা ছবি মুক্তি পেয়েছিল একই সময়ে। আর তার জেরে যথেষ্ট সংখ্যক হল না পাওয়া থেকে ‘ভটভটি’র প্রিমিয়ার না হওয়া অবধি নানান ঘটনার সাক্ষী থেকেছে গোটা টিম। কিন্তু দর্শককে আবারও ছবি দেখানোর সুযোগ করে দিতে পেরে খুশি পরিচালক।
advertisement
তথাগতর কথায়, ‘‘এত ঘটনার পরে দু’বছর কেটে গিয়েছে। বহু মানুষ জানতে চেয়েছেন, কোথায় ‘ভটভটি’ দেখতে পাওয়া যাবে। কিন্তু আমি উত্তর দিতে পারিনি। প্রযোজনা সংস্থার অভ্যন্তরীণ সিদ্ধান্তের জন্য ‘ভটভটি’ স্যাটেলাইট বা ডিজিটালি কোথাও দেখা যায়নি। অবশেষে ১৬ অগাস্ট ২০২৪ ভটভটি সবার প্রর্দশনের জন্য উন্মুক্ত হল। প্রযোজক প্রমোদ ফিল্মসের ইউটিউব চ্যানেল ‘প্লুটো মিউজিক’-এ। লেখক, পরিচালক হিসেবে আমার প্রথম সন্তান ‘ভটভটি’, আমার সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয়।’’
পরিচালক জানান, রিলিজের সময় থেকে দুর্ভাগ্য এই ছবির প্রতিনিয়ত সঙ্গী। ২০২০ সালের মে মাসে ভটভটি রিলিজ করার পরিকল্পনা ছিল, কোভিড অতিমারির কারণে তা সম্ভব হয়নি। ২০২২ সালের ১১ অগাস্ট ‘ভটভটি’ রিলিজ করে এবং মাত্র ১২টি সিনেমা হলে দেখানো হয়। তাও প্রাইম টাইম পাওয়া যানি। ফলে অধিকাংশ মানুষ বঞ্চিত হয়েছেন ছবি দেখায়।
তথাগতর কথায়, ‘‘সমালোচক আর যেটুকু দর্শকের কাছে ‘ভটভটি’ পৌঁছতে পেরেছিল তাঁদের কাছ থেকে ভূয়সী প্রশংসা পেয়েছি। তাও ভটভটি তার প্রাপ্য স্বীকৃতি পায়নি বলেই আমার বিশ্বাস। কারণ সাধারণ মানুষ ভটভটি দেখতেই পাননি। আজ বাংলা সিনেমার এই দুর্দিনে, যে সময়ে বাংলা সিনেমা কেনা বেচা ভীষণ রকম ক্ষতিগ্রস্ত, সে সময়ে প্রযোজকদের এই সিদ্ধান্তে আমি এবং গোটা টিম খুবই আপ্লুত ও কৃতজ্ঞ। কারণ একজন শিল্পীর প্রাথমিক লক্ষ্য তাঁর শিল্প সর্বসাধারণের কাছে পৌঁছানো। ছবির সঙ্গে জড়িত অনেক অভিনেতা ও টেকনিশিয়ানরা এক বছর ধরে এ সিনেমার নির্মাণে যে নিরলস পরিশ্রম করেছিলেন অবশেষে তাঁরা স্বীকৃতি পাবেন। তা ছাড়া এত বড় বাজেটের কোনও সিনেমার এই প্রথম ইউটিউবে রিলিজ করল সরাসরি।’’
২০২২ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। অভিনয়ে ছিলেন বিবৃতি চট্টোপাধ্যায়, দেবলীনা দত্ত, ঋষভ বসু, রজতাভ দত্ত, অনির্বাণ চক্রবর্তী, দীপঙ্কর দে, অমিত সাহা, মনু মুখোপাধ্যায়, দেবপ্রসাদ হালদার, লামা হালদার, তথাগত মুখোপাধ্যায় নিজে এবং প্রমুখ।