শিকড়হারা মানুষের কথা লিখতেন তিনি। লিখতেন সব হারানোর যন্ত্রণার কথা। দেশভাগের হাহাকার বুকে নিয়েও মানুষের স্বপ্ন দেখার গল্প উঠে আসত তাঁর ভাবনায়। অবিভক্ত বাংলাদেশেই তাঁর জন্ম। পরে তিনি চলে আসেন এদেশে। তাই বোধ ছিন্নমূল হওয়ার জ্বালা তিনি জানতেন। তাঁর জনপ্রিয়তম উপন্যাস কেয়াপাতার নৌকা। লিখেছেন ভাগাভাগি, শতধারায় বয়ে যায়, নোনা জল মিঠে মাটি। ‘আকাশের নেই মানুষ’ উপন্যাসের জন্য পান বঙ্কিম পুরস্কার। পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার। লিখেছেন অজস্র ছোটগল্প। সেখানেও সব শেষে তিনি মনুষ্যত্বের গানই গেয়েছেন। মাঝি, চর, গন্তব্য, ধুন্নিলালের দুই সঙ্গী, কিছুক্ষণ, শিকড়ের মতো গল্পগুলি মনভার করে দেয় অনায়াসেই।
advertisement
বয়সজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন শহরের এক বেসরকারি হাসপাতালে। বাংলা সাহিত্য জগতে তাঁর মৃত্যু এক অপূরণীয় ক্ষতি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 19, 2025 5:07 PM IST