TRENDING:

সাহিত্যক প্রফুল্ল রায়ের জীবনাবসান... মনখারাপের বর্ষাতেই চলে গেলেন 'নোনা জল মিঠে মাটি'র স্রষ্টা

Last Updated:

বয়সজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন শহরের এক বেসরকারি হাসপাতালে।  বাংলা সাহিত্য জগতে তাঁর মৃত্যু এক অপূরণীয় ক্ষতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মৃত্যু কেবল মিথ্যে হোক… তবু তা হয় কী? সারা শহর যখন ঘনঘোর বর্ষায় বিরহকাতর, তখনই আরও এক নক্ষত্রপতন বাংলা সাহিত্যে। চলে গেলেন প্রফুল্ল রায়। বৃহস্পতিবার দুপুর ৩টেয় প্রয়াত হয়েছেন কেয়া পাতার নৌকোর স্রষ্টা।
News18
News18
advertisement

শিকড়হারা মানুষের কথা লিখতেন তিনি। লিখতেন সব হারানোর যন্ত্রণার কথা। দেশভাগের হাহাকার বুকে নিয়েও মানুষের স্বপ্ন দেখার গল্প উঠে আসত তাঁর ভাবনায়। অবিভক্ত বাংলাদেশেই তাঁর জন্ম। পরে তিনি চলে আসেন এদেশে। তাই বোধ ছিন্নমূল হওয়ার জ্বালা তিনি জানতেন। তাঁর জনপ্রিয়তম উপন্যাস কেয়াপাতার নৌকা। লিখেছেন ভাগাভাগি, শতধারায় বয়ে যায়, নোনা জল মিঠে মাটি। ‘আকাশের নেই মানুষ’ উপন্যাসের জন্য পান বঙ্কিম পুরস্কার। পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার। লিখেছেন অজস্র ছোটগল্প। সেখানেও সব শেষে তিনি মনুষ্যত্বের গানই গেয়েছেন। মাঝি, চর, গন্তব্য, ধুন্নিলালের দুই সঙ্গী, কিছুক্ষণ, শিকড়ের মতো গল্পগুলি মনভার করে দেয় অনায়াসেই।

advertisement

আরও পড়ুনঃ IND vs ENG 1st Test: ব্যাটিং থেকে বোলিং! প্রথম টেস্টেই ভারতের একাদশে বড় চমক! যা ইংল্যান্ডের কল্পনার বাইরে!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বয়সজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন শহরের এক বেসরকারি হাসপাতালে।  বাংলা সাহিত্য জগতে তাঁর মৃত্যু এক অপূরণীয় ক্ষতি।

বাংলা খবর/ খবর/বিনোদন/
সাহিত্যক প্রফুল্ল রায়ের জীবনাবসান... মনখারাপের বর্ষাতেই চলে গেলেন 'নোনা জল মিঠে মাটি'র স্রষ্টা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল