চিকিৎসকরা জানিয়েছেন যতক্ষণ না বর্ষীয়ান পরিচালকের শরীর থেকে সংক্রমণ কমছে ততক্ষণ তাঁরা নিশ্চিন্ত হতে পারছেন না যে তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে কিনা। প্রভাত রায় দীর্ঘদিন ধরেই কিডনি জনিত সমস্যায় ভুগছেন। তাঁর ডায়ালিসিস চলছে অনেক দিন ধরেই। হাসপাতালে ভর্তিও ছিলেন বেশ কিছুদিন। সম্প্রতি বাড়িও ফেরেন। কিন্তু ফের অসুস্থ হলে তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকালের তুলনায় তিনি কিছুটা সুস্থ তবে সঙ্কট পুরোপুরি কাটেনি।
advertisement
এর আগেও শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রভাত রায়কে৷ একতা সংবাদমাধ্যমকে জানান, দু-দিনের জন্য হায়দরাবাদে যেতে হয়েছিল৷ রাতে ভিডিও কল ফোন করতেই দেখি চোখের নীচটা ফুলেছে৷ রক্তচাপও কিছুটা বেড়েছিল, তারপর হাসপাতালে ভর্তি করানো হয়৷ চিকিৎসকেরা জানিয়েছেন, প্যামক্যাথে সংক্রমণ হয়েছে, অস্ত্রোপচারও হয়েছে৷
আপাতত, সংক্রমণ কমানোর চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকেরা৷ উল্লেখ্য, স্ত্রীর মৃত্যুর পর বর্ষীয়ান পরিচালককে দেখাশুনার দায়িত্ব নিয়েছেন একতা৷ এমনকি প্রভাত রায়কে বাবা বলেও ডাকেন তিনি৷ পরিচালকও তাঁকে মেয়ের মতো স্নেহ করেন৷