TRENDING:

Bengali Band:'ক্ষ্যাপা'র পুজোর গান, পারফর্ম করছেন শঙ্কর চক্রবর্তী ও অভিজিৎ আচার্য

Last Updated:

এই দলে নতুন সংযোজন অভিনেতা শঙ্কর চক্রবর্তী ও লোকশিল্পী অভিজিৎ আচার্য। ক্ষ্যাপার ট্যাগলাইন- 'ছ'টি মিনি দুটি হুলো, জমবে এবার মঞ্চগুলো'।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মহিলা শিল্পীদের লোকগানের ব্যান্ড ‘ক্ষ্যাপা’। এই ব্যান্ডের বিশেষত্ব হল, প্রত্যেক মহিলা শিল্পীই যন্ত্র সঙ্গীত-সহ গান-বাজনা করে থাকেন। বাংলার আনাচে-কানাচে বিভিন্ন জায়গায় সুনামের সঙ্গে অনুষ্ঠান করে আসছে ‘ক্ষ্যাপা’। এবার আরও বড় চমক! এই দলে নতুন সংযোজন অভিনেতা শঙ্কর চক্রবর্তী ও লোকশিল্পী অভিজিৎ আচার্য। ক্ষ্যাপার ট্যাগলাইন- ‘ছ’টি মিনি দুটি হুলো, জমবে এবার মঞ্চগুলো’।
'ক্ষ্যাপা'র পুজোর গান....পারফর্ম করছেন শংকর চক্রবর্তী ও অভিজিৎ আচার্য
'ক্ষ্যাপা'র পুজোর গান....পারফর্ম করছেন শংকর চক্রবর্তী ও অভিজিৎ আচার্য
advertisement

১৩ জুলাই ছিল ‘ক্ষ্যাপা’র পুজোর নতুন গানের রেকর্ডিং। একটি মৌলিক গান-সহ দুটি গান অর্থাৎ মোট তিনটি গানের ভিডিও শুট, রেকর্ডিং হয়। দুর্গা পুজোর উপর একটি নতুন মৌলিক গান, একটি শচীন কর্তার গান এবং আরেকটি জনপ্রিয় কীর্তনাঙ্গের গান থাকছে। অভিনেতা শঙ্কর চক্রবর্তী ও অভিজিৎ আচার্য দুটি গানে পারফর্ম করছেন। একদম ভিন্ন আঙ্গিকে এই দলটি তৈরি হয়েছে। শুধু গান নয়, থাকছে কবিতার মাধ্যমে অন্যরকম প্রয়াসও। তাদের এই নতুন আঙ্গিক শ্রোতাদের একটি ভিন্নমাত্রার অভিজ্ঞতা দেবে বলেই আশা সঙ্গীতপ্রেমীদের।

advertisement

শঙ্কর চক্রবর্তী জানান, ‘মহিলা গানের ব্যান্ড ক্ষ্যাপা প্রত্যেক বছরই পুজোর জন্য একটা নতুন গান তৈরি করে। সেটি মূলত অভিজিতের লেখা, সুরে ও কম্পোজিশনে তৈরি হয়। এই ব্যান্ডের প্রত্যেকে নিজেরাই গান গায়, নিজেরাই বাজায়, এটাই ওদের বিশেষত্ব। ক্ষ্যাপার জন্মলগ্ন থেকে আমরা থাকলেও পরবর্তীকালে সেভাবে সময় দিতে পারিনি। কিন্তু আমি আর অভিজিৎ ঠিক করেছি, আবার আমরা সময় দেব। ‘ক্ষ্যাপা’র জন্য আমরা গান রেকর্ড করলাম। যার মধ্যে আমার, গোপার এবং অভিজিতের  গান আছে, ব্যান্ডের সকলের কোরাস এবং অন্যান্য কিছু গানও থাকছে। এছাড়াও এর মধ্যে নাচ থাকবে, কবিতা থাকবে। সব মিলিয়ে ‘ক্ষ্যাপা’ নতুন ভাবে আত্মপ্রকাশ করছে। শ্রদ্ধা মিউজিক-এর পক্ষ থেকে গানগুলি আত্মপ্রকাশ করবে।”

advertisement

‘ক্ষ্যাপা’র কাণ্ডারি গোপা আচার্য জানান, ‘আমি, শঙ্করদা, অভিজিৎ, সোনালীদি এবং আরও কিছু মানুষকে নিয়ে ক্ষ্যাপার যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীকালে অভিজিৎ এবং শঙ্করদা দুজনেই ব্যস্ত হয়ে যাওয়ার ফলে আমরা নিজেদের মতো করে একটা মেয়েদের ব্যান্ড তৈরি করি এবং সেখানে আমরা তাঁদেরকেই বেছে নিয়েছিলাম, যাঁরা বাজাতে পারে এবং একই সঙ্গে গান গাইতে পারে। ক্ষ্যাপা দলের অন্য সদস্যরা হলেন তমালিকা (ভোকাল, কি বোর্ড ও মেলোডিকা প্লেয়ার), স্নেহা (গিটার), গীতা (হ্যান্ড সনিক ও ম্যানুয়াল পার্কাসন), চন্দ্রিমা (কি বোর্ড) এবং সম্পূর্ণা ( ড্রাম)। এদের সবাইকে নিয়ে প্রায় দু’বছর হল, আমাদের যাত্রা চলছে। নারী পুরুষ আলাদা কিছু নয়, আসলে আমরা চাই মনুষত্ববাদকে ধরে রাখতে। আমরা কেউ পিছিয়ে নেই, দুনিয়াতে সবাই এগিয়ে। আমাদের গানের এবারের থিমও তাই।”

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Band:'ক্ষ্যাপা'র পুজোর গান, পারফর্ম করছেন শঙ্কর চক্রবর্তী ও অভিজিৎ আচার্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল