TRENDING:

Bengali Actress: ভয়ঙ্কর কাণ্ড! হাত টেনে ধরে চরম নোংরামি...! দিল্লিতে শ্লীলতাহানির শিকার বাঙালি অভিনেত্রী, আজও ভয়ে শিউরে ওঠেন

Last Updated:

Bengali Actress: দিল্লিতে শ্লীলতাহানির শিকার বাঙালি অভিনেত্রী৷ 'মনসুন ওয়েডিং' -খ্যাত অভিনেত্রী তিলোত্তমা সোম নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি: দিল্লি কি আজও নিরাপদ মহিলাদের জন্য? এই প্রশ্ন যেন থেকেই যাচ্ছে৷ নির্ভয়া কাণ্ডের পর গোটা দেশের কাছে দিল্লি মানেই যেন এক আতঙ্ক৷ এবার সেই দিল্লি শহরেই ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করে নিলেন বাঙালি অভিনেত্রী৷ যা শুনলে আপনিও আঁতকে উঠবেন৷
দিল্লিতে শ্লীলতাহানির শিকার বাঙালি অভিনেত্রী
দিল্লিতে শ্লীলতাহানির শিকার বাঙালি অভিনেত্রী
advertisement

দিল্লি শহরের নিরাপত্তা আজও যে নিরাপদ নয়, তা ফের প্রমাণিত এই ঘটনায়৷ ‘মনসুন ওয়েডিং’ -খ্যাত বাঙালি অভিনেত্রী তিলোত্তমা সোম নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে৷ সেই দিনের কথা মনে পড়লে আজও ভয়ে কুঁকড়ে যান অভিনেত্রী৷

আরও পড়ুন-  ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

advertisement

তিলোত্তমা জানিয়েছেন, দিল্লিতে এক সন্ধ্যায় শীতকালে বাসের জন্য তিনি দাঁড়িয়ে ছিলেন৷ কিন্তু কোনও বাসই পাচ্ছিলেন না৷ সেই সময় আচমকা একটি গাড়ি এসে দাঁড়ায় এবং ছয়জন পুরুষ গাড়ি থেকে নেমে আসেন৷ তাঁদের দেখেই কিছুটা দূরে সরে যান তিলোওমা৷ তারপর তারা নানারকম নোংরা ইঙ্গিতও করতে শুরু করে৷ একজন আবার একটা ছোট পাথরও ছুঁড়ে মারে৷ তারপরই সেখান থেকে সরে গিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে লিফট চাইতে শুরু করেন৷ একাধিক গাড়ি পাশ কাটিয়ে চলে যায় এবং কোনওটিই দাঁড়ায় না৷

advertisement

আরও পড়ুন-   মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

তিলোওমা বলেন, বেশ খানিকক্ষণ পর একটি গাড়ি এসে দাঁড়ায় এবং সেটাতে মেডিক্যাল বোর্ড ঝোলানো দেখে উঠে পড়ি৷ কিন্তু সেখানে যে আরও ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে তা তিনি বুঝতেও পারেননি৷ কিছুটা দূর যাওয়ার পরই গাড়ির চালক আমার হাত শক্ত করে আঁকড়ে দরে এবং নিজের প্যান্টের চেন খুলে ফেলে৷ তারপরই কোনওকিছু না ভেবে আমি লোকটিকে মারি, এবং সে গাড়ি থামাতে বাধ্য হয়৷ এবং নিজেই আমাকে গাড়ি থেকে নেমে যেতে বলে৷ সেদিন পরপর দুই ঘটনায় কোনওরকমে প্রাণে বাঁচলেও আজও সেদিনের কথা মনে পড়লে শিউরে ওঠেন অভিনেত্রী৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Actress: ভয়ঙ্কর কাণ্ড! হাত টেনে ধরে চরম নোংরামি...! দিল্লিতে শ্লীলতাহানির শিকার বাঙালি অভিনেত্রী, আজও ভয়ে শিউরে ওঠেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল