দিল্লি শহরের নিরাপত্তা আজও যে নিরাপদ নয়, তা ফের প্রমাণিত এই ঘটনায়৷ ‘মনসুন ওয়েডিং’ -খ্যাত বাঙালি অভিনেত্রী তিলোত্তমা সোম নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে৷ সেই দিনের কথা মনে পড়লে আজও ভয়ে কুঁকড়ে যান অভিনেত্রী৷
advertisement
তিলোত্তমা জানিয়েছেন, দিল্লিতে এক সন্ধ্যায় শীতকালে বাসের জন্য তিনি দাঁড়িয়ে ছিলেন৷ কিন্তু কোনও বাসই পাচ্ছিলেন না৷ সেই সময় আচমকা একটি গাড়ি এসে দাঁড়ায় এবং ছয়জন পুরুষ গাড়ি থেকে নেমে আসেন৷ তাঁদের দেখেই কিছুটা দূরে সরে যান তিলোওমা৷ তারপর তারা নানারকম নোংরা ইঙ্গিতও করতে শুরু করে৷ একজন আবার একটা ছোট পাথরও ছুঁড়ে মারে৷ তারপরই সেখান থেকে সরে গিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে লিফট চাইতে শুরু করেন৷ একাধিক গাড়ি পাশ কাটিয়ে চলে যায় এবং কোনওটিই দাঁড়ায় না৷
তিলোওমা বলেন, বেশ খানিকক্ষণ পর একটি গাড়ি এসে দাঁড়ায় এবং সেটাতে মেডিক্যাল বোর্ড ঝোলানো দেখে উঠে পড়ি৷ কিন্তু সেখানে যে আরও ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে তা তিনি বুঝতেও পারেননি৷ কিছুটা দূর যাওয়ার পরই গাড়ির চালক আমার হাত শক্ত করে আঁকড়ে দরে এবং নিজের প্যান্টের চেন খুলে ফেলে৷ তারপরই কোনওকিছু না ভেবে আমি লোকটিকে মারি, এবং সে গাড়ি থামাতে বাধ্য হয়৷ এবং নিজেই আমাকে গাড়ি থেকে নেমে যেতে বলে৷ সেদিন পরপর দুই ঘটনায় কোনওরকমে প্রাণে বাঁচলেও আজও সেদিনের কথা মনে পড়লে শিউরে ওঠেন অভিনেত্রী৷