কিন্তু এসবে একেবারেই বিচলিত নন শ্রাবন্তী ৷ উল্টে, এসবকে পাত্তা না দিয়ে, শ্রাবন্তী নিজের মতো করে নিজেকে গুছিয়ে নিয়েছেন ৷ নতুন নতুন সিনেমা, ওয়েব সিরিজের শ্যুটিংও শুরু করে দিয়েছেন ৷
তবে এ গল্প মোটেই শ্রাবন্তীর নতুন সিনেমা বা নতুন ওয়েব সিরিজের নয় ৷ এমনকী, নতুন কোনও ব্যক্তিগত খবরের আপডেটও নয় ৷
advertisement
গপ্পোটা হলো, সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ শ্রাবন্তী দায়িত্ব নিয়ে ফেলেছেন নতুন ৷ এই করোনার আবহে, যাঁরা মাস্ক পরে রাস্তায় বের হচ্ছেন না তাঁদের শিক্ষা দিতেই শ্রাবন্তী নতুন এক ভিডিও শেয়ার করলেন ৷
এই ভিডিওতে স্পষ্টই শ্রাবন্তী বললেন, ‘মাস্ক পড়লে সত্যিই মুখ চেনা যায় না ৷ অনেকেই মাস্কের ভিতর থেকে হাসলেও, চিনতে না পেরে মুখ ঘুরিয়ে নিই ! সত্যিই মাস্ক পরলে মানুষ চেনা যায় না ! তবুও এই করোনা থেকে বাঁচতে আমাদের মাস্ক পরতেই হবে !’
দেখুন শ্রাবন্তীর সেই ভিডিও ৷