TRENDING:

‘মুখোশ পড়লে তো কাউকে চেনা যায় না !’ কার জন্য ভিডিও পোস্ট করলেন শ্রাবন্তী?

Last Updated:

সোশ্যাল মিডিয়ার কী অবস্থা দেখুন ! শ্রাবন্তী শুনলেও, তাঁর ব্যক্তিগত লাইফ ৷ তাঁর তিন নম্বর বিয়ে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সোশ্যাল মিডিয়ার কী অবস্থা দেখুন ! শ্রাবন্তী শুনলেও, তাঁর ব্যক্তিগত লাইফ ৷ তাঁর তিন নম্বর বিয়ে ৷ রাজীব, কৃষ্ণা ও রোশন তিন স্বামীকে নিয়ে টানাটানি শুরু হয়ে যায় ৷ মিডিয়াদেরও বলিহারি ৷ কিছু হলো কী না হলো, শ্রাবন্তীকে চেপে ধরো ৷ আসলে, আজকাল, বলা ভালো রোশনের সঙ্গে আলাদা থাকার খবর রটে যাওয়ার পর তো শ্রাবন্তীর টিআরপি হাই !
advertisement

কিন্তু এসবে একেবারেই বিচলিত নন শ্রাবন্তী ৷ উল্টে, এসবকে পাত্তা না দিয়ে, শ্রাবন্তী নিজের মতো করে নিজেকে গুছিয়ে নিয়েছেন ৷ নতুন নতুন সিনেমা, ওয়েব সিরিজের শ্যুটিংও শুরু করে দিয়েছেন ৷

তবে এ গল্প মোটেই শ্রাবন্তীর নতুন সিনেমা বা নতুন ওয়েব সিরিজের নয় ৷ এমনকী, নতুন কোনও ব্যক্তিগত খবরের আপডেটও নয় ৷

advertisement

গপ্পোটা হলো, সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ শ্রাবন্তী দায়িত্ব নিয়ে ফেলেছেন নতুন ৷ এই করোনার আবহে, যাঁরা মাস্ক পরে রাস্তায় বের হচ্ছেন না তাঁদের শিক্ষা দিতেই শ্রাবন্তী নতুন এক ভিডিও শেয়ার করলেন ৷

এই ভিডিওতে স্পষ্টই শ্রাবন্তী বললেন, ‘মাস্ক পড়লে সত্যিই মুখ চেনা যায় না ৷ অনেকেই মাস্কের ভিতর থেকে হাসলেও, চিনতে না পেরে মুখ ঘুরিয়ে নিই ! সত্যিই মাস্ক পরলে মানুষ চেনা যায় না ! তবুও এই করোনা থেকে বাঁচতে আমাদের মাস্ক পরতেই হবে !’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চাষাবাদ ছেড়ে চারাগাছ তৈরি করে মোটা টাকা রোজগার করছেন নন্দকুমারের চাষিরা
আরও দেখুন

দেখুন শ্রাবন্তীর সেই ভিডিও ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘মুখোশ পড়লে তো কাউকে চেনা যায় না !’ কার জন্য ভিডিও পোস্ট করলেন শ্রাবন্তী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল