বাইপাসের ধারে অভিজাত এক আবাসনে হানা দিয়েছে করোনা ৷ খবর অনুযায়ী, এই অভিজাত আবাসনের এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে ৷ আর এই খবর কানে আসা মাত্র ঘুম উড়েছে রাজ ও শুভশ্রীর ৷ কয়েকদিন আগেই প্রেগন্যান্ট হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন শুভশ্রী ৷ সোশ্যাল মিডিয়ার হাত ধরেই শুভশ্রী ফ্যানদের জানিয়ে ছিলেন এবছরই তাঁদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য ৷ তাই তো তাঁদের ব্লকে করোনা ধরা পড়ায় রীতিমতো চিন্তার ভাঁজ সেলেব জুটির কপালে ৷
advertisement
তবে শুধু রাজ-শুভশ্রী নয়, দুশ্চিন্তায় পড়েছেন আরেক সেলেব জুটিও ৷ শ্রাবন্তী ও রোশন ৷ রাজ-শুভশ্রীর মতো একই আবাসনে থাকেন শ্রাবন্তী ৷ করোনা আক্রান্ত ব্যক্তির খবর পেয়ে, সংবাদমাধ্যমকে নায়িকা জানিয়েছেন, ‘খুবই আতঙ্কে আছি ৷ খুব চিন্তা হচ্ছে ৷ করোনার প্রকোপের পর থেকে সাবধানতা নিয়েছিলাম ৷ এবার দেখছি আরও সতর্ক হতে হবে ৷ তবে আক্রান্ত ব্যক্তি দ্রুত সুস্থ হয়ে উঠুক তাই চাই ৷ ’