TRENDING:

Rupanjana Mitra: বিয়ের ৪ মাসের মধ্যেই ঘটল বিরাট অঘটন! প্রিয়জনকে হারালেন রূপাঞ্জনা, শোকে পাথর অভিনেত্রী

Last Updated:

Rupanjana Mitra: বিয়ের ৪ মাসের মধ্যে বড় অঘটন ঘটে গেল টলিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রর জীবনে৷ রবিবার রাতেই দুঃসংবাদ দিলেন বাঙালি অভিনেত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিয়ের ৪ মাসের মধ্যে বড় অঘটন ঘটে গেল টলিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রর জীবনে৷ দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রতি মুহূর্তের আপডেট শেয়ার করতেন অভিনেত্রী৷ রবিবার রাতেই দুঃসংবাদ দিলেন বাঙালি অভিনেত্রী৷
 প্রিয়জনকে হারালেন রূপাঞ্জনা
প্রিয়জনকে হারালেন রূপাঞ্জনা
advertisement

বিয়ের ৪ মাসের মধ্যেই প্রিয়জনকে হারালেন রূপাঞ্জনা৷ প্রিয় সারমেয়কে হারিয়ে শোকে কাতর অভিনেত্রী৷ সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় প্রিয় পোষ্যর ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘প্রিয় প্যারিসকে বিদায় জানালাম, যে আমার পাশে ছিল দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে৷ ও শুধু পোষ্য ছিল না বরং তার চেয়ে অনেক বেশি ছিল৷ সর্বদা নিঃশর্ত ভালবাসা এবং অবিরাম সহচর ছিল৷ প্যারিস আমার জীবনে যে আনন্দ ও স্মৃতি এনেছে, তা চিরকাল আমার সঙ্গে থাকবে৷ শান্তিতে বিশ্রাম করো, আমার প্রিয় ছোট বন্ধু৷ আমি তোমাকে ভীষণ ভালবাসি৷’

advertisement

আরও পড়ুন-     মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রূপাঞ্জনার এই পোস্টে সকলেই তাঁর পোষ্যর আত্মার শান্তি কামনা করেছেন৷ গত ১৯ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসেন রূপাঞ্জনা মিত্র ও রাতুল মুখোপাধ্যায়৷ অল্প বয়সেই ভালবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী৷ তবে এই বিয়ে সুখের হয়নি৷ তাদের একটি পুত্র সন্তানও রয়েছে৷ তবে অন্তঃসত্ত্বা অবস্থাতেই সেই সংসার ছেড়ে বেরিয়ে আসেন৷ এবং সমস্ত কাজ সামলে একা হাতে ছেলেক মানুষ করেন৷ তারপরই অভিনেত্রীর জীবনে আসে রাতুল৷ এবং বেশ কয়েকবছর একসঙ্গে থাকার পর চলতি বছরে তাঁরা গাঁটছড়া বাঁধেন৷ আপাতত ছেলে ও বরকে নিয়ে চুটিয়ে সংসার করছেন অভিনেত্রী৷ তবে সবকিছু ভালর মধ্যে আচমকাই ঘটে গেল বিরাট অঘটন৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Rupanjana Mitra: বিয়ের ৪ মাসের মধ্যেই ঘটল বিরাট অঘটন! প্রিয়জনকে হারালেন রূপাঞ্জনা, শোকে পাথর অভিনেত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল