ভক্তদের বিনোদনের রসদ জোগাতে হামেশাই ভিডিও -ছবি শেয়ার করে থাকেন ঋতাভরী চক্রবর্তী৷ এবারও তেমনটাই করলেন বঙ্গললনা৷ নিজের সোশ্যাল মিডিয়ায় একটি রিল ভিডিও শেয়ার করে শোরগোল ফেলে দিয়েছেন নায়িকা৷ কখনও পাতা কিংবা একগুচ্ছ ফুল দিয়ে লজ্জা নিবারণ করলেন ঋতাভরী৷ খোলা চুলে অভিনেত্রীকে দেখে চোখ ফেরাতে পারছেন না ভক্তরা৷ ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
আরও পড়ুন-হায় গরমি! ভরদুপুরে এ কী করছেন মনামী, হটনেসে পুড়ে ছাই ভক্তরা
আরও পড়ুন-কার সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটান পরীমণি? বিরাট সত্য ফাঁস, বড় অভিযোগ স্বামীর!
ঋতাভরীর এই ছবি দেখেই বলিউডের কিয়ারা আদবানির কথা মনে পড়ে গেছে ভক্তদের৷ নেটিজেনরা অনেকেই বলেছেন কিয়ারাকে কপি করেছেন ঋতাভরী৷ একাধিক কমেন্টে ভরিয়ে দিয়েছিলেন নেটিজেনরা৷ এবারও রিল ভিডিও শেয়ার করে রাতের ঘুম উড়িয়ে দিয়েছেন নায়িকা৷
অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় ঢু মারলেই একাধিক ছবি ও ভিডিওতে ঘুম উড়বার জোগাড় ভক্তদের। ভক্তদের নজর কাড়তে সর্বদাই সিদ্ধহস্ত ঋতাভরী চক্রবর্তী। সর্বদাই ফ্য়াশন গোল দিয়ে যাচ্ছেন নায়িকা। বঙ্গতনয়ার হাইভোল্টেজে কাঁপছে সোশ্যাল মিডিয়া।