শোনা যায়, প্রতি বছর কোনও এক নির্দিষ্ট দিনে শুভময় বাবু একজন করে ফটোগ্রাফারকে নিজের বাড়িতে ডাকতেন কোনও অনুষ্ঠানের কারণে। কিন্তু, সেই ফটোগ্রাফাররা সেখানেও গেলেও তারা আর কোনওদিন সেখান থেকে ফিরে আসেনি। কিছু মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, শুভময় চক্রবর্তী সেই সমস্ত ফটোগ্রাফারদের খুন করে নিজের বাড়িতেই বেসমেন্ট এ সমস্ত লাশ লুকিয়ে রেখেছেন।
advertisement
ভয় পেয়ে গেলেন? ভয় পাওয়ারই কথা। খোদ উত্তর কলকাতার বুকে এই রকম ঘটনা সমস্ত আমজনতাকেই শিহরিত করে তুলেছে। আপনি যদি ফটোগ্রাফার হন, তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে। এই গল্প নিয়েই একটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র আসতে চলেছে। সৌম্য চক্রবর্তীর পরিচালনায়, সন্তোষ কুমার শর্মা প্রযোজিত ছবির নাম প্রতিবিম্ব। যেখানে শুভময় চক্রবর্তীর চরিত্রে শান্তিলাল মুখোপাধ্যায় এবং ফটোগ্রাফার ত্রয়ীর চরিত্রে অভিনয় করেছেন মনীষা তালুকদার।
অতিরিক্ত ভালবাসা বা মোহ থেকে কিভাবে জন্ম হয় একজন মানসিক ভাবে বিকৃত খুনীর। এই ছবিতে সেই গল্পই দেখবেন দর্শক। ফটোগ্রাফার এর সাথে সাইকো কিলারের যোগসূত্র ঠিক কি তা জানা যাবে এই ছবিটি দেখলে।
“ছবির গল্প ভাল লেগেছে, আশা করি দর্শকরাও উপভোগ করবে। আমরা যে বাড়িতে শুটিং করছিলাম তার পাশের একটি বাড়ি ভাঙ্গা হচ্ছিল, আর আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক ফুটিয়ে তুলছিলাম, যেটা কোনওদিন ভুলব না।” বলেছেন শান্তিলাল মুখোপাধ্যায়।
ছবির টিজার এবং গান ইতিমধ্যেই রিলিজ হয়েছে। দর্শকদের প্রতিক্রিয়া ভালই। ছবির ডিরেক্টর সৌম্য চক্রবর্তী জানালেন, ” আমি বরাবর থ্রিলার সাবজেক্টটা পছন্দ করি। আমি যাই গল্প ভাবী তার মধ্যে একটা ডার্ক থ্রিলার চলে আসে। সেটা একদমই ইচ্ছাকৃত নয়। প্রতিবিম্ব ছবির গল্পটাও সেই ভাবেই তৈরী। আশাকরি দর্শকদের পছন্দ হবে।”