TRENDING:

New Short Film: শান্তিলালের বাড়িতে ঢুকলে আর কেউ ফেরে না, কারণটা কী? 'প্রতিবিম্ব'-তে লুকিয়ে আসল রহস্য

Last Updated:

New Short Film: শোনা যায়, প্রতি বছর কোনও এক নির্দিষ্ট দিনে শুভময় বাবু একজন করে ফটোগ্রাফারকে নিজের বাড়িতে ডাকতেন কোনও অনুষ্ঠানের কারণে। কিন্তু, সেই ফটোগ্রাফাররা সেখানেও গেলেও তারা আর কোনওদিন সেখান থেকে ফিরে আসেনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কলকাতার এই ঠিকানা থেকে সবাই সাবধান। “৩২শোভাবাজার স্ট্রীট, কলকাতা -০৪”৷ এই অ্যাড্রেসটির নাম শুনেছেন? যদি না শুনে থাকেন তাহলে আগেভাগেই সাবধান হয়ে যান এই ঠিকানাটির থেকে। শোনা যায় এই ঠিকানায় শুভময় চক্রবর্তী বলে একজন ভদ্রলোক থাকেন তার স্ত্রী-কে সঙ্গে নিয়ে। বয়স ৬০ এর অধিক। কিন্তু, আসল ঘটনা একটু রহস্যজনক।
শান্তিলালের বাড়িতে ঢুকলে আর কেউ ফেরে না, কারণটা কী? 'প্রতিবিম্ব'-তে লুকিয়ে আসল রহস্য
শান্তিলালের বাড়িতে ঢুকলে আর কেউ ফেরে না, কারণটা কী? 'প্রতিবিম্ব'-তে লুকিয়ে আসল রহস্য
advertisement

শোনা যায়, প্রতি বছর কোনও এক নির্দিষ্ট দিনে শুভময় বাবু একজন করে ফটোগ্রাফারকে নিজের বাড়িতে ডাকতেন কোনও অনুষ্ঠানের কারণে। কিন্তু, সেই ফটোগ্রাফাররা সেখানেও গেলেও তারা আর কোনওদিন সেখান থেকে ফিরে আসেনি। কিছু মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, শুভময় চক্রবর্তী সেই সমস্ত ফটোগ্রাফারদের খুন করে নিজের বাড়িতেই বেসমেন্ট এ সমস্ত লাশ লুকিয়ে রেখেছেন।

advertisement

আরও পড়ুন-          মহাশিবরাত্রিতে বিরল কাকতালীয় যোগ! সর্বার্থ সিদ্ধি যোগে প্রসন্ন করুন শিবকে, রাতারাতি ‘ধনী’ হওয়া কেউ আটকাতে পারবে না…!

ভয় পেয়ে গেলেন? ভয় পাওয়ারই কথা। খোদ উত্তর কলকাতার বুকে এই রকম ঘটনা সমস্ত আমজনতাকেই শিহরিত করে তুলেছে। আপনি যদি ফটোগ্রাফার হন, তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে। এই গল্প নিয়েই একটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র আসতে চলেছে। সৌম্য চক্রবর্তীর পরিচালনায়, সন্তোষ কুমার শর্মা প্রযোজিত ছবির নাম প্রতিবিম্ব। যেখানে শুভময় চক্রবর্তীর চরিত্রে শান্তিলাল মুখোপাধ্যায় এবং ফটোগ্রাফার ত্রয়ীর চরিত্রে অভিনয় করেছেন মনীষা তালুকদার।

advertisement

আরও পড়ুন-         মাত্র ১৯-এ অকালে সব শেষ, লাস্ট পোস্টে কী লিখেছিলেন আমিরের অনস্ক্রিন কন্যা, ভাইরাল হতেই চোখে জল ভক্তদের

অতিরিক্ত ভালবাসা বা মোহ থেকে কিভাবে জন্ম হয় একজন মানসিক ভাবে বিকৃত খুনীর। এই ছবিতে সেই গল্পই দেখবেন দর্শক। ফটোগ্রাফার এর সাথে সাইকো কিলারের যোগসূত্র ঠিক কি তা জানা যাবে এই ছবিটি দেখলে।

advertisement

“ছবির গল্প ভাল লেগেছে, আশা করি দর্শকরাও উপভোগ করবে। আমরা যে বাড়িতে শুটিং করছিলাম তার পাশের একটি বাড়ি ভাঙ্গা হচ্ছিল, আর আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক ফুটিয়ে তুলছিলাম, যেটা কোনওদিন ভুলব না।” বলেছেন শান্তিলাল মুখোপাধ্যায়।

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

ছবির টিজার এবং গান ইতিমধ্যেই রিলিজ হয়েছে। দর্শকদের প্রতিক্রিয়া ভালই। ছবির ডিরেক্টর সৌম্য চক্রবর্তী জানালেন, ” আমি বরাবর থ্রিলার সাবজেক্টটা পছন্দ করি। আমি যাই গল্প ভাবী তার মধ্যে একটা ডার্ক থ্রিলার চলে আসে। সেটা একদমই ইচ্ছাকৃত নয়। প্রতিবিম্ব ছবির গল্পটাও সেই ভাবেই তৈরী। আশাকরি দর্শকদের পছন্দ হবে।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
New Short Film: শান্তিলালের বাড়িতে ঢুকলে আর কেউ ফেরে না, কারণটা কী? 'প্রতিবিম্ব'-তে লুকিয়ে আসল রহস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল