TRENDING:

Basabdatta Chatterjee : ভালবেসে কার নাম লেখা থাকবে সখী বাসবদত্তার মনের মন্দিরে ?

Last Updated:

বাসবদত্তা চট্টোপাধ্যায় (Basabdatta Chatterjee) টলিউডের অন্য ধারার অভিনেত্রীর মধ্যে অন্যতম

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : চলচ্চিত্র সমালোচকের মেয়ে ৷ ভেবেছিলেন নিজেও সাংবাদিক হবেন ৷ কিন্তু ঘটনাচক্রে বাসবদত্তা চট্টোপাধ্যায় (Basabdatta Chatterjee) হয়ে গেলেন অভিনেত্রী ৷ টলিউডের অন্য ধারার অভিনেত্রীর মধ্যে তিনি অন্যতম ৷ বিনোদনের দুনিয়ায় তঁর হাতেখড়ি ঋতুপর্ণ ঘোষের ‘গানের ওপারে’ ধারাবাহিকে ৷
advertisement

প্রথম ধারাবাহিকেই দর্শকদের মন জয় করে নেয় বাসবদত্তার অভিনয় ৷ এর পর ‘বয়েই গেল’, ‘দুর্গা দুর্গতিনাশিনী’, ‘মন নিয়ে কাছাকাছি’, ‘গোয়েন্দা গিন্নি’, ‘প্রথমা কাদম্বিনী’-সহ একাধিক ধারাবাহিকে তাঁর অভিনয় প্রশংসিত হয় ৷ বাস্তবের বয়সকে ছাপিয়ে তিনি অভিনয় করেন ‘নেতাজি’ ধারাবাহিকে প্রভাবতীদেবীর ভূমিকায় ৷

ধারাবাহিকের পাশাপাশি বাসবদত্তা অভিনয় করেছেন ছবিতেও ৷ ‘আসা যাওয়ার মাঝে’, ‘মিছিল’, ‘তখন কুয়াশা ছিল’, ‘শ্রাবণের ধারা’-সহ বেশ কিছু ছবির অন্যতম দিক তাঁর অভিনয় ৷ অভিনেত্রী নিজে মনে করেন, গড়পড়তা বাণিজ্যিক ছবির জন্য তিনি ঠিক উপযুক্ত নন ৷ কারণ সবরকম পোশাকে তিনি স্বচ্ছন্দ নন ৷ নিজেই জানিয়েছেন সাক্ষাৎকারে ৷

advertisement

পর্দার বাইরে বাসবদত্তা জনপ্রিয় সামাজিক মাধ্যমেও ৷ সাংবাদিকের ঘরণি হিসেবে তিন বছর কাটিয়ে দেওয়ার পরও ফেসবুকে ভেসে আসে প্রেমের প্রস্তাব ৷

সম্প্রতি সামাজিক মাধ্যমে তিনি একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ বধূবেশে সজ্জিতা বাসবদত্তা সেখানে দরজা খুলে এগিয়ে আসছেন ৷ ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘ভালবেসে সখী নিভৃত যতনে আমার নামটি লিখো’ ৷

advertisement

তুঁতে বেনারসি, ম্যাজেন্টা জরিদার ফুলহাতা ব্লাউজ, ভারী অলঙ্কার ও বুটিদার ওড়নায় তাঁকে লাগছে যেন রাজেন্দ্রাণী ৷ তাঁর সাজে নেটিজেনরা উচ্ছ্বসিত ৷ তবে কেউ কেউ বলেছেন, অপেক্ষাকৃত কম সাজেই তিনি বেশি মোহময়ী ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

কাজের বাইরে তাঁর যে ‘অহঙ্কারী’ বলে পরিচয় আছে, জানেন বাসবদত্তা ৷ তাঁর নিজের কথায়, তিনি ওয়েভ লেন্থ না মিললে অন্তরঙ্গ হয়ে মিশতে পারেন না ৷ এক জীবনে সকলকে খুশি করে, সকলের কাছে ভাল থেকে চলা যায় না ৷ বিশ্বাস করেন তিনি ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Basabdatta Chatterjee : ভালবেসে কার নাম লেখা থাকবে সখী বাসবদত্তার মনের মন্দিরে ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল