TRENDING:

Baroloker Biti Lo: বার্ধক্যেও বড়লোকের বিটি লো-র স্রষ্টার নিত্যসঙ্গী চরম অভাব, পথে পথে গান শোনান নবতিপর রতন কাহার

Last Updated:

Baroloker Biti Lo: ৯০ বছর বয়সের শিল্পী এখনও গান গেয়ে চলেছেন সিউড়ির বাড়িতে।তিনিই বাঁচিয়ে রেখেছেন বাংলার হারিয়ে যাওয়া ভাদু গান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সৌভিক রায়, বীরভূম: লালমাটির শহর বীরভূম,কমবেশি সবাই এই নামের সঙ্গেপরিচিত।আর এই বীরভূমের বাসিন্দা রতন কাহার।কতজন চেনেন তাঁকে! ‘কেউ খোঁজ রাখে না’ – এক সময় আক্ষেপের সুর ঝরে পড়েছিল তাঁর গলায়।তাঁর গাওয়া গান অন্য শিল্পীরা গেয়ে লাইমলাইটে জায়গা করে নিয়েছেন।তাঁর গানে মিশেছে ব়্যাপ,মিশেছে রিমিক্স, হয়েছে ডিজে।আজও বিভিন্ন বিয়েবাড়ি হোক, অথবা অনুষ্ঠান বাড়িতে তাঁর লেখা গান হিট লিস্টে থাকে।কিন্তু গানের স্রষ্টা কে, অনেকেই জানেন না আজও। তবে তিনি পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার।বীরভূমের সদর শহর সিউড়ির বাসিন্দা রতন কাহার।’বড়লোকের বিটি লো’ গানের স্রষ্টা তিনিই । ৯০ বছর বয়সের শিল্পী এখনও গান গেয়ে চলেছেন সিউড়ির বাড়িতে।তিনিই বাঁচিয়ে রেখেছেন বাংলার হারিয়ে যাওয়া ভাদু গান।
advertisement

বীরভূমের সিউড়ির ভট্টাচার্য পাড়ার বাসিন্দা প্রবীণ লোকসঙ্গীত শিল্পী রতন কাহার। একসময় ‘আলকাপ’-এর দলে যোগ দিয়েছিলেন। যাত্রাদলে ‘ছুকরি’ সাজার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।যৌবন থেকেই তিনি বেঁধেছেন অজস্র ভাদু ও ঝুমুর গান।পুরস্কার-শংসাপত্র যা পেয়েছেন, তা আর রাখার জায়গা নেই একচিলতে পাকা ঘরে।তবে অভাব নিত্যসঙ্গী তাঁর। কাঁপা কাঁপা কণ্ঠে এমনটাই জানালেন তিনি। যেখানে আর পাঁচটা সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় রাতারাতি জনপ্রিয়তা লাভ করছে সেখানেই রতন কাহারের মতো এক শিল্পীর অভাব যেন নিত্যদিনের সঙ্গী।

advertisement

শিল্পীর চোখে মুখে বয়সের ভার লক্ষ করা যায়। আগের মতো সেই ভাবে আর চলাফেরা এবং গান গাওয়া হয়ে ওঠে না। তবে চর্চা তিনি চালিয়ে যাচ্ছেন আজও। তিনি বলেন তিনি কখনও কারওর কাছে হাত পাততে শেখেননি।আর সেই কারণেই আজ অভাব তার নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।সকাল থেকে রাত পর্যন্ত অভাব এর সঙ্গেদিন কাটাচ্ছেন তিনি।লোকলজ্জার ভয়ে ক্যামেরার সামনে কিছু তিনি না জানালেও তিনি আমাদের একান্ত ভাবে জানান ‘তাঁর মাস গেলে ওষুধের খরচ হয় তিন থেকে চার হাজার টাকা’। মাসের শেষে সেই টাকা কোথায় থেকে আসবে সেই নিয়ে চিন্তায় থাকতে হয়।

advertisement

আরও পড়ুন : মুখ খুললেই গলগলিয়ে বার হয় পচা দুর্গন্ধ? ৫ সহজ কাজেই ভ্যানিশ গন্ধ! লজ্জা, সঙ্কোচ, অস্বস্তি কাটবে আপনারও!

সেরা ভিডিও

আরও দেখুন
মুর্শিদাবাদে রেকর্ড! ২কোটি টাকা ফিরিয়ে দিল পুলিশ, আপনার টাকা প্রতারণা হলে করুন এই কাজ
আরও দেখুন

তিনি বলেন পদ্মশ্রী পুরস্কার পাওয়ার পর তার সম্মান বাড়লেও বাড়ছে না আয়ের অঙ্ক।অনুষ্ঠানে মেলে না সাম্মানিক, সংসার চালাতে হিমশিম ‘পদ্মশ্রী’ রতন কাহারের।শুধু ‘বড়লোকের বিটি লো’ নয়, এর পাশাপাশি তিনি লিখেছেন একাধিক গান।তবে তাঁর লেখা আজ সমস্ত গানের খাতা মোড়া রয়েছে মাকড়সার জালে।আজ কেউ তাঁর খোঁজ রাখেন না।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Baroloker Biti Lo: বার্ধক্যেও বড়লোকের বিটি লো-র স্রষ্টার নিত্যসঙ্গী চরম অভাব, পথে পথে গান শোনান নবতিপর রতন কাহার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল