প্রায় ১৩ বছর ধরে সম্পর্কে ছিলেন ইন্দ্রনীল ও বরখা। দু'জনের কেমিস্ট্রি অত্যন্ত পছন্দ ছিল দর্শকদের। তবে ২০২১ সালেই সম্পর্কে ভাঙন ধরে দু'জনের। ২০২১ সাল থেকেই নাকি আলাদা থাকেন দম্পতি। ১১ বছরের মেয়েকে নিয়ে একাই থাকেন বরখা বিশ্ত। তবে এ বিষয়ে সামনা সামনি কোনও দিন মুখ খোলেননি দু'জনের কেউই।
আরও পড়ুন: সলমন খানের প্রথম প্রেমিকা কে? কিয়ারার এই কাকিমার জন্য দীর্ঘক্ষণ কলেজের বাইরে অপেক্ষা করতেন ভাইজান
advertisement
অবেশেষে বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন বরখা ও ইন্দ্রনীল। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বরখা জানিয়েছেন, " হ্যাঁ আমাদের খুব শিঘ্রই বিচ্ছেদ হতে চলেছে এবং এটা আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত।"
এদিকে অভিনেতা এবং প্রযোজক আশীষ শর্মাকে বরখা ডেট করছেন বলে জোড় গুঞ্জন টলিপাড়ায়। অন্যদিকে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, টলিপাড়ারই কোনও অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ইন্দ্রনীল। তবে তাঁদের নতুন সম্পর্কের গুঞ্জনকে ইতিমধ্যেই গুজব বলে উড়িয়ে দিয়েছেন ইন্দ্রনীল ও বরখা।