TRENDING:

Bappi Lahiri: সত্যিই কি কণ্ঠ হারিয়েছেন বাপ্পি লাহিড়ী? এবার খোদ বর্ষীয়ান গায়ক মুখ খুললেন

Last Updated:

Bappi Lahiri: কিছুদিন আগেই খবর ছড়ায়, বর্ষীয়ান গায়ক তথা সুরকার বাপ্পি লাহিড়ী তাঁর কন্ঠ হারিয়েছেন। এই খবরে দুঃখ প্রকাশ করেন তাঁর অনুরাগীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কিছুদিন আগেই খবর ছড়ায়, বর্ষীয়ান গায়ক তথা সুরকার বাপ্পি লাহিড়ী তাঁর কন্ঠ হারিয়েছেন। এই খবরে দুঃখ প্রকাশ করেন তাঁর অনুরাগীরা। কিন্তু আদৌ এই জল্পনা কি সত্যি? এ বিষয়ে এবার মুখ খুললেন খোদ বাপ্পি লাহিড়ী। বর্ষীয়ান গায়ক এই জল্পনায় রীতিমতো জল ঢেলে দিলেন। জানালেন, তিনি ভালো আছেন।
সত্যিই কি কণ্ঠ হারিয়েছেন বাপ্পি লাহিড়ী? এবার খোদ বর্ষীয়ান গায়ক মুখ খুললেন
সত্যিই কি কণ্ঠ হারিয়েছেন বাপ্পি লাহিড়ী? এবার খোদ বর্ষীয়ান গায়ক মুখ খুললেন
advertisement

এক সংবাদমাধ্যমের কাছে বাপ্পি লাহিড়ী বলেছেন, "আমি সত্যিই অবাক এই দেখে যে কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে আমি নাকি আমার কন্ঠ হারিয়ে ফেলেছি। এটা সত্যি হাস্যকর আর আমি খুব দুঃখ পেয়েছি। তিন দিন আগেই একটি তথ্যচিত্রের জন্য নাতির সঙ্গে শ্যুটিং করছিলাম। আমি কী করে খারাপ থাকি আর কন্ঠহীনই বা হলাম কোথা থেকে!"

advertisement

তিনি আরও বলেছেন, "আমি ৫০ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এরকম অভিজ্ঞতা আমার আগে কখনও হয়নি। আমার সামান্য কাশি হয়েছিল। সেটার জন্য আমি সিরাপ ও ট্যাবলে‌ট খাচ্ছি। এটা একটা ছোট ব্যাপার আর এখন আমি আগের থেকে ভালো আছি।" একটি রেকর্ডিং চলাকালীন তার ফাঁকেই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বাপ্পি লাহিড়ী।

advertisement

বহুদিন ধরেই জল্পনা চলছে যে বাপ্পি লাহিড়ীর হাতে কাজ নেই। কিন্তু তিনিই জানান, তাঁর হাতে রয়েছে বহু কাজ। বর্ষীয়ান শিল্পী বলছেন, "আমি এর মধ্যেই তিনটি গানে সুর করেছি এবং গেয়েছি। এর মধ্যে একটি হলো, 'গণপতি বাপ্পা মরিয়া' যেটি সম্প্রতি মুক্তি পেয়েছে। ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গেও দুর্গা পূজার জন্য একটি গান গেয়েছি। দু'দিন আগেই একটা বাংলা ছবির গান রেকর্ড করেছি। এই গানগুলিতে ফিচার করেছেন আরমান মালিক, আলিশা চিনাই, আদিত্য নারায়ণ, শান এবং আমি। আমার ভক্তরাই আমার কাছে ভগবান। তাঁদের আশীর্বাদ এবং গণপতি বাপ্পার কৃপায় আমি একদম ঠিক আছি।"

advertisement

আরও পড়ুন- "এই একটা সম্পর্কই টিকে গেল আমার", কার ব্যাপারে এমন মন্তব্য করলেন সলমন খান

এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হন বাপ্পি লাহিড়ী। খবর ছড়ায়, তারপর থেকেই তিনি ভালো নেই। আর সম্প্রতি রটে যায় যে, তিনি নাকি কণ্ঠ হারিয়ে ফেলেছেন। ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে বাপ্পি লাহিড়ী লিখেছেন, "কিছু মিডিয়া আমার স্বাস্থ্য সম্পর্কে ভুল খবর রটিয়ে বেড়াচ্ছে যা শুনে আমার মন ভেঙে গিয়েছে। আমার ভক্তদের এবং শুভাকাঙ্খীদের কৃপায় আমি একদম ঠিক আছি।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

আরও পড়ুন- শাড়ির সঙ্গে রকমারি ব্লাউজেই বাজিমাত! পুজোয় নজর কাড়তে সাজুন এই ৮ জন টলি তারকার মতো

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bappi Lahiri: সত্যিই কি কণ্ঠ হারিয়েছেন বাপ্পি লাহিড়ী? এবার খোদ বর্ষীয়ান গায়ক মুখ খুললেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল