TRENDING:

Bappi Lahiri started playing table in childhood : ৩ বছর বয়সে হাতেখড়ি তবলায়, মামা কিশোর কুমারের দেখানো পথেই পা রেখেছিলেন ভাগ্নে বাপ্পি

Last Updated:

Bappi Lahiri started playing table in childhood : কলকাতা ছেড়ে ১৯ বছরের কিশোর বাপ্পি চলে যান মু্ম্বই৷ বাকিটা ইতিহাস বলিউডের অলিগলিতে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নরানাং মাতুলক্রম-এই প্রবাদের আদর্শ উদাহরণ বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri)৷ অনেকেই জানেন না কিশোর কুমার (Kishore Kumar) ছিলেন তাঁর মামা৷ মামার হাত ধরেই সঙ্গীত জগতের সঙ্গে পরিচয় ভাগ্নের৷ তবে তারও অনেক আগে বাড়িতেই গানের সঙ্গে গাঁটছড়া বাঁধা হয়ে গিয়েছিল৷ সঙ্গীতজ্ঞ বাবা অপরেশ লহিড়ি এবং মা, শিল্পী বাঁশুরী লাহিড়ির কল্যাণে৷ মাত্র তিন বছর বয়সে শুরু তবলাবাদন শিক্ষা৷
বাপ্পি লাহিড়ির ভারতে বেশ কয়েকটি বাড়ি রয়েছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মুম্বাইয়ের বাড়িটি। ২০০১ সালে সাড়ে ৩ কোটি টাকা দিয়ে তিনি এই বাড়িটি কিনেছিলেন। অন্যান্য বাড়ি সম্পর্কে তেমন কোনো তথ্য নেই।
বাপ্পি লাহিড়ির ভারতে বেশ কয়েকটি বাড়ি রয়েছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মুম্বাইয়ের বাড়িটি। ২০০১ সালে সাড়ে ৩ কোটি টাকা দিয়ে তিনি এই বাড়িটি কিনেছিলেন। অন্যান্য বাড়ি সম্পর্কে তেমন কোনো তথ্য নেই।
advertisement

পরে কলকাতা ছেড়ে ১৯ বছরের কিশোর বাপ্পি চলে যান মু্ম্বই৷ বাকিটা ইতিহাস বলিউডের অলিগলিতে৷

তবে পারিবারিক ঐতিহ্যটুকুই তিনি সম্বল করেছিলেন৷ কোনও ছত্রছায়া নয়৷ সঙ্গীত দুনিয়ায় নিজের জায়গা তৈরি করেছিলেন স্বক্ষমতায় ও প্রতিভায়৷

আরও পড়ুন : বলিউডে যাত্রাপথের শুরুতেই লতার সঙ্গে দ্বৈত, মুম্বই থেকে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় কলকাতায় চলে এলেন কেন?

advertisement

মুম্বইয়ে পা রাখার জন্য সামিল হতে হয়েছিল কঠোর প্রতিযোগিতায়৷ হিন্দি ছবিতে সুযোগ পাওয়ার আগে বাংলা ছবিতেও গান গেয়েছেন তিনি৷

আরও পড়ুন : মুক্তিযুদ্ধে গীতশ্রীর অবদান ভুলবে না ওপার বাংলা

আরও পড়ুন : নবীন প্রজন্মের সঙ্গে ছিল নিবিড় যোগাযোগ, তাঁর প্রজন্মজয়ী সুরের আনন্দঝর্নায় সিঞ্চন অনন্ত

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

১৯৭৩ সালে ‘ননহা শিকারি’ ছবিতে সুরকার হিসেবে প্রথম কাজ করেন ২১ বছর বয়সি বাপ্পি লাহিড়ি৷ প্রচারের আলো তাঁর উপর পড়ে আরও দু’ বছর পর, ১৯৭৫ সালে৷ ‘জখমি’ ছবিতে তাঁর সুর এবং কণ্ঠ কেড়ে নেয় দর্শক তথা শ্রোতার মন৷ সঙ্গীতের নানা শাখায় তাঁর ছিল অনায়াস বিচরণ৷ ‘নাথিং ইজ ইম্পসিবল, কেহতা হুঁ ম্যায় সচ বিলকুল’ গানে কিশোর কুমার, মহম্মদ রফির-র সঙ্গে গেয়েছিলেন তিনি৷ দুই মহারথীর পাশে জায়গা করে নিয়েছিল নবাগতর কণ্ঠ৷ যত দিন বলিউড থাকবে, যত দিন হিন্দি ছবিতে গান থাকবে, তত দিন থাকবে ডিস্কো কিং বাপ্পি লাহিড়ির রাজপাট৷ হিন্দি ছবিতে পপ সঙ্গীতের চারণভূমি তৈরি হয়েছিল তাঁর হাতেই৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bappi Lahiri started playing table in childhood : ৩ বছর বয়সে হাতেখড়ি তবলায়, মামা কিশোর কুমারের দেখানো পথেই পা রেখেছিলেন ভাগ্নে বাপ্পি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল