১৯৭৪ সালে মুক্তি পেয়েছিল ‘বড়তী কা নাম দাড়ী’ ছবি (Badhti Ka Naam Dadhi) ৷ এই ছবির সঙ্গীত পরিচালকও ছিলেন কিশোর কুমার৷ ছবিতে অভিনয় করেছিলেন অমিতকুমার এবং অশোককুমারও৷ বাকি কুশীলবদের মধ্যে অন্যতম ছিলেন খড়ক সিং এবং শীতল৷ অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয় করেন রাজেশ খন্না, আসরানি এবং বিন্দু৷ আগাগোড়া মজার এই ছবিতে বাপ্পি লাহিড়ি ছিলেন ভোপু-র চরিত্রে৷
advertisement
ছবির একটি দৃশ্য নিজেই শেয়ার করেছিলেন বাপ্পি৷ গত বছর ছবির একটি দৃশ্য পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, ‘‘একটি ছবি যেখানে আমাকে অভিনেতা হিসেবে প্রথম দেখা গিয়েছিল৷’’ ছবির প্রযোজক হিসেবে তিনি উল্লেখ করেন কিশোর কুমার এবং অমিত কুমারের নাম৷ তার পর নেটিজেনদের কাছে জানতে চান ছবির নাম৷
আরও পড়ুন : চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই, ঘুরে ফিরে এই লাইনটা মনে পড়ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
এই ছবির বিষয়বস্তু ছিল, এক ধনকুবের ব্যক্তির কোনও উত্তরাধিকারী নেই৷ তিনি ঠিক করেন এমন কাউকে তাঁর সম্পত্তি দিয়ে যাবেন যাঁর দাড়ি সবথেকে লম্বা৷ তার পর মজার প্লট জুড়ে চলে দাড়ি লম্বা করার প্রতিযোগিতা, কিশোর কুমার এবং কে এন সিংয়ের মধ্যে৷
আরও পড়ুন : ৩ বছর বয়সে হাতেখড়ি তবলায়, মামা কিশোর কুমারের দেখানো পথেই পা রেখেছিলেন ভাগ্নে বাপ্পি
আরও পড়ুন : বলিউডে যাত্রাপথের শুরুতেই লতার সঙ্গে দ্বৈত, মুম্বই থেকে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় কলকাতায় চলে এলেন কেন?
এই ছবির নাম নেওয়া হয়েছিল ‘চলতি কা নাম গাড়ি’ থেকে৷ ১৯৫৮ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় সেই ছবিতে অভিনয় করেছিলেন কিশোর কুমার, মধুবালা এবং অশোক কুমার৷