বলিউডে ডিস্কোর প্রবর্তন তাঁর হাত ধরেই। ১৯৮২ সালে মিঠুন চক্রবর্তীর ব্লকবাস্টার হিট ছবি ডিস্কো ডান্সার-এর 'জিমি জিমি আজা আজা' গানটি আজও সমান ভাবে জনপ্রিয় (Bappi Lahiri Hollywood)। এমন অসংখ্য ডিস্কো গান তৈরি করে সারা ভারতকে নাচতে শিখিয়েছিলেন বাপি লাহিড়ি। ডিস্কো ডান্সারের সেই গানটি ২০০৮ সালে ফের মুক্তি পায় আরেকটি ছবিতে। তবে সেটি হলিউডের ছবি You Don't Mess with the Zohan-এ। এই কমেডির শেষের দিকে জিমি জিমির সাউন্ডট্র্যাক ছিল। সম্পূর্ণ রিঅ্যারেঞ্জিংয়ের দায়িত্বে ছিলেন জুলিয়াস দোবোস (Bappi Lahiri Hollywood)।
advertisement
আরও পড়ুন: চিরদিনই... মাত্র ১১ বছরে প্রথম গানে সুর, গিনেস রেকর্ডে নাম! বাঙালির গর্ব বাপ্পি লাহিড়ি!
শুধু তাই না, ২০১১ সালে একটি অ্যালবামও রিলিজ হয় বাপ্পিদার। ওয়াকিং অন লভ স্ট্রিট, সেখানে দেখা গিয়েছিল আমেরিকান আইডলের প্রতিযোগী শন ব্যারোকে। হলিউডের অ্যানিমেটেড ছবি মোয়ানা-র হিন্দি ভার্সানে ডাবিং করেছিলেন বাপি লাহিড়ি। এছাড়াও হলিউড ছবি কিংসম্যান ২: দ্য গোল্ডেন সার্কেলের হিন্দি ভার্সানের জন্য এল্টন জনের চরিত্রের জন্য নিজে গলা দিয়েছিলেন বাপি লাহিড়ি।
আরও পড়ুন: প্রয়াত বাপ্পি লাহিড়ি, বয়স হয়েছিল ৬৯! সুরের জগতে ফের ইন্দ্রপতন
বছরে সর্বাধিক গানের রেকর্ডের জন্যও গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছিল তাঁর। ১৯৮৬ সালে তিনি ৩৩টি ছবির জন্য ১৮৬টি গান রেকর্ড করেন। দিনে সর্বাধিক গানের রেকর্ডিং আছে তাঁর। তিনিই প্রথম ভারতীয় কম্পোজার যিনি জিমি জিমি গানটির জন্য চায়না গোল্ড পুরস্কার পেয়েছিলেন। বাংলা থেকে বলিউড হয়ে হলিউডকেও তাঁর গানে নাচ করিয়ে ছেড়েছিলেন বাপি লাহিড়ি। বাঙালির চিরকালের গর্ব ছিলেন তিনি।