ছোট থেকে অর্পিতা চক্রবর্তী বড় হয়েছেন তাঁর বাবার আদর্শে। বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ে একদম বাঁকুড়ার গান শুনে এবং চর্চা করে বড় হয়েছেন তিনি। বাঁকুড়ার ভাদু,টুসু,বাউল, লোকগীতি এবং ভোরবেলার সংকীর্তন গেয়ে এবং শুনে করেছেন রেওয়াজ! ছোট্ট অর্পিতা যখন বাবাকে সুর করে গান লিখে মঞ্চস্থ করতে দেখতেন তখন একটি সুপ্ত অনুপ্রেরণা পেতেন বলে জানিয়েছেন। ছোট থেকে নিজের ভালোবাসা থেকেই সঙ্গীত চর্চা করতেন তিনি।
advertisement
কলকাতার রবীন্দ্রভারতী থেকে লোকগান নিয়ে মাস্টার্স করেন অর্পিতা চক্রবর্তী। এরপর ঝুমুর গান নিয়ে পিএইচডি করেন তিনি। পুষ্পা ২-এ বাঁকুড়ার মেয়ের কন্ঠ। গায়িকা অর্পিতা চক্রবর্তী ঝুমুর গান নিয়ে পিএইচডি করার সময় ব্রাত্য ঝুমুর গানের সভ্য সমাজে জায়গা করে নেওয়ার অভিযানকে স্টাডি করেছিলেন।
আরও পড়ুন : রসুন, আদা, কাঁচা লঙ্কা, লেবুর রস, বিটনুন দিয়ে বানান ধনেপাতার চাটনি, শীতে ভাত বা পরোটার সঙ্গে দারুণ
অর্থাৎ সঙ্গীতের বিভিন্ন ধারা এবং লোকগীতি সম্পর্কে গভীর পড়াশোনা অর্পিতার। এরপর কলকাতার মতো ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছেন! শুধু এখানেই থেমে থাকা নয়! দক্ষিণের ব্লকবাস্টার, কোটি কোটি টাকার পুষ্পা ২-এ গোটা বাঁকুড়ার হয়ে একটি দাগ কেটে দিলেন তিনি।