তারপর বাংলাদেশে ছবিটি মুক্তি পেলেও ভারতে মুক্তি পায়নি৷ প্রথমবারের জন্য কলকাতা তথা এ পার বাংলার মানুষ এটি দেখতে পাবেন৷ স্বাভাবিক কারণে তা নিয়ে তৈরি হয়েছে উত্তেজনা৷ হাওয়া ছবিটি দেখানো হবে নন্দন ১-এ ২৯ অক্টোবর দুপুর একটায় ও সন্ধ্যা ছ’টায়৷ সোমবার, অর্থাৎ ৩১ অক্টোবর নন্দন ২-এ সন্ধ্যা ছ’টায় ও বুধবার ২ নভেম্বর, নন্দন ২-এ সন্ধ্যা ছ’টায়৷
advertisement
আরও পড়ুন: শুধু ভাই নয়, আরও এক বিশেষ মানুষকে ফোঁটা দিলেন ঋদ্ধিমা, দেখে নিন
আরও পড়ুন: দাদা জিৎ-কে ফোঁটা দিয়ে ভাতৃদ্বিতীয়া পালন শুভশ্রীর, কেমন কাটল তারকার ভাইফোঁটা? দেখুন
আগামী ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত নন্দন ১ নম্বর স্ক্রিন ও ২ ও ৩ নম্বর স্ক্রিনে বাংলাদেশের একাধিক ছবি দেখানো হবে৷ বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের ব্যবস্থাপনায় এই চলচ্চিত্র উৎসব উদযাপিত হবে৷
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. হাছান মাহমুদ, উপস্থিত থাকবেন বাবুল সুপ্রিয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ।
বেশ কয়েকটি ছবি একটি দেখানো হবে৷ তার মধ্যে রয়েছে, ‘বিউটি সার্কাস’, ‘আড়ং’, ‘পরাণ’, ‘কালবেলা-’র মতো একাধিক ছবি৷ দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত এই চলচ্চিত্র উৎসব চলবে৷ উল্লেখযোগ্য, এই চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকবেন অভিনেতা জয়া আহসান, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম৷ অর্থাৎ বাংলাদেশের চলচ্চিত্র জগতের শ্রেষ্ঠ তারকরাই আসছেন৷ বুধবার বিকেলে প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে তথ্য আদান প্রদান করেন অনাদালিব ইলিয়াস৷