আরও পড়ুন: পাকিস্তানের শো-তে জঘন্য মন্তব্য ভিভ-নীনাকে নিয়ে, প্রাক্তন ক্রিকেটার রামিজকে তোপ মাসাবার
কিন্তু এই খবর আদৌ সত্যি নয় বলে জানিয়েছেন খোদ নায়িকা। তাঁর কথায় জানা গিয়েছে, গতকাল রাতে ফুড পয়েজনিং হয়ে গিয়েছিল নায়িকার। তার পর শরীর খারাপ থাকায় একটি ঘুমের ওষুধ খান তিনি। পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে বমি হয় তাঁর। ফলে হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিতে হয় তাঁকে। কিন্তু এখন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন বলেই জানান ‘শেষ বিকেল’-এর নায়িকা।
advertisement
তারপর ফেসবুকে একরাশ ক্ষোভ উগরে দিলেন তানজিন। তিনি লেখেন, ‘আমার বাবা দুই বছর আগে মারা যায় এবং বিষয়টি আমাকে এতটাই শক্ত করে যে এই ধরনের পদক্ষেপ আমি এরকম কোনও মানুষ অথবা যে কোনও মানুষের জন্যই জীবনে নেব না।’ তারপর তিনি জানালেন, যাঁরা তাঁর ক্ষতি করার চেষ্টা করেছেন, সকলের নাম উল্লেখ করে সাংবাদিক বৈঠক করবেন শীঘ্রই।
এর আগেই অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম বাংলাদেশের সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, তিশাকে নিয়ে ভুলভাল খবর লেখা হয়েছে। তাঁর পরিবার কি কোথাও বলেছে যে তিনি এই পদক্ষেপ করেছেন? নায়িকা বলেই কি এরকম যা খুশি লেখা হবে?