TRENDING:

Bangladeshi Actress Tanjin Tisha: আত্মহত্যার চেষ্টা তানজিন তিশার? ফেসবুকে বিস্ফোরক দাবি নিয়ে হাজির খোদ বাংলাদেশি নায়িকা

Last Updated:

Actress Tanjin Tisha: বাংলাদেশের একাধিক গণমাধ্যম সংস্থায় লেখালেখি শুরু হয়, নায়িকার পরিবারের ঘনিষ্ঠ কেউ জানিয়েছেন, প্রেমিক মুশফিক আর ফারহানের সঙ্গে বিবাদের পর নাকি তিনি ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকা: বুধবার রাতে হঠাৎ হাসপাতালে ভর্তি বাংলাদেশি অভিনেত্রী তানজিন তিশা। খবর চাউর হয়, তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। বাংলাদেশের একাধিক গণমাধ্যম সংস্থায় লেখালেখি শুরু হয়, নায়িকার পরিবারের ঘনিষ্ঠ কেউ জানিয়েছেন, প্রেমিক মুশফিক আর ফারহানের সঙ্গে বিবাদের পর নাকি তিনি ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিলেন।
আত্মহত্যার চেষ্টা তানজিন তিশার? ফেসবুকে বিস্ফোরক দাবি খোদ বাংলাদেশি নায়িকার
আত্মহত্যার চেষ্টা তানজিন তিশার? ফেসবুকে বিস্ফোরক দাবি খোদ বাংলাদেশি নায়িকার
advertisement

আরও পড়ুন: পাকিস্তানের শো-তে জঘন্য মন্তব্য ভিভ-নীনাকে নিয়ে, প্রাক্তন ক্রিকেটার রামিজকে তোপ মাসাবার

কিন্তু এই খবর আদৌ সত্যি নয় বলে জানিয়েছেন খোদ নায়িকা। তাঁর কথায় জানা গিয়েছে, গতকাল রাতে ফুড পয়েজনিং হয়ে গিয়েছিল নায়িকার। তার পর শরীর খারাপ থাকায় একটি ঘুমের ওষুধ খান তিনি। পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে বমি হয় তাঁর। ফলে হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিতে হয় তাঁকে। কিন্তু এখন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন বলেই জানান ‘শেষ বিকেল’-এর নায়িকা।

advertisement

তারপর ফেসবুকে একরাশ ক্ষোভ উগরে দিলেন তানজিন। তিনি লেখেন, ‘আমার বাবা দুই বছর আগে মারা যায় এবং বিষয়টি আমাকে এতটাই শক্ত করে যে এই ধরনের পদক্ষেপ আমি এরকম কোনও মানুষ অথবা যে কোনও মানুষের জন্যই জীবনে নেব না।’ তারপর তিনি জানালেন, যাঁরা তাঁর ক্ষতি করার চেষ্টা করেছেন, সকলের নাম উল্লেখ করে সাংবাদিক বৈঠক করবেন শীঘ্রই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পরিবেশবান্ধব থিমে মণ্ডপের গাছপালা যেন জীবন্ত, কাঁপাচ্ছে চন্দননগরের আলো
আরও দেখুন

এর আগেই অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম বাংলাদেশের সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, তিশাকে নিয়ে ভুলভাল খবর লেখা হয়েছে। তাঁর পরিবার কি কোথাও বলেছে যে তিনি এই পদক্ষেপ করেছেন? নায়িকা বলেই কি এরকম যা খুশি লেখা হবে?

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bangladeshi Actress Tanjin Tisha: আত্মহত্যার চেষ্টা তানজিন তিশার? ফেসবুকে বিস্ফোরক দাবি নিয়ে হাজির খোদ বাংলাদেশি নায়িকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল