TRENDING:

Pori Moni: রাজ্য ছাড়াও রয়েছে পরীমণির আরও এক সন্তান, আগে জানতেন? ভিডিওতে সব ফাঁস হল

Last Updated:

Pori Moni: পরীর কোলে ছোট্ট শিশুটি কে? ভিডিও পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়৷ রাজ্য ছাড়াও পরীমণির আরও এক ছেলেকে দেখতেই সকলে হামলে পড়েছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণিকে নিয়ে উত্তেজনা তুঙ্গে৷ দিনকয়েক আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি৷ জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তিও ছিলেন নায়িকা৷ অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা গিয়েছিল তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। সকলেই অভিনেত্রীর আরোগ্য কামনা করেছিলেন৷ ফের নয়া চর্চায় শিরোনামে উঠে এলেন নায়িকা৷
রাজ্য ছাড়াও রয়েছে পরীমণির আরও এক সন্তান, আগে জানতেন? ভিডিওতে সব ফাঁস হল
রাজ্য ছাড়াও রয়েছে পরীমণির আরও এক সন্তান, আগে জানতেন? ভিডিওতে সব ফাঁস হল
advertisement

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, হাতে শাখা-পলা, সিঁথিতে সিঁদুর,সবুজ রঙের প্রিন্টেড শাড়ি পরে বসে রয়েছেন পরীমণি৷ তবে তিনি একা নন, একরত্তি ছেলেক কোলে নিয়ে বসে থাকতে দেখা গেছে অভিনেত্রীকে৷ তবে এটা তার ছেলে রাজ্য নয়, এটা নাকি তার বড় ছেলে৷ নিজেই এমন ভিডিও পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়৷ রাজ্য ছাড়াও পরীমণির আরও এক ছেলেকে দেখতেই সকলে হামলে পড়েছেন৷

advertisement

পরীর কোলে ছোট্ট শিশুটি কে? তা নিয়ে হাজারো জল্পনার মধ্যে জানা গিয়েছে, অভিনেত্রীর আপকামিং ছবি মা-এর শুটিংয়ের সময় একরত্তির সঙ্গে কাজ করেছিলেন ছবির সন্তানের সঙ্গে ছবিতে পোজ দিয়েছেন পরীমণি৷ জানা গিয়েছে, শুটিংয়ের সময়ে বাস্তবেই অন্তঃসত্ত্বা ছিলেন অভিনেত্রী৷ এই ভিডিও শ্যুটিংয়ের শেষ দিনের ভিডিও, যা ক্যামেরা বন্দি করে রেখেছিলেন৷ সেই আবেগঘন ভিডিওই নেটদুনিয়ার পাতায় ভক্তদের সঙ্গে শেয়ার করলেন নায়িকা৷ তার সঙ্গে আবার দেখা করারও ইচ্ছা প্রকাশ করেছেন পরীমণি৷

advertisement

ছোট্ট শিশুর সঙ্গে পরীমণির কথোপকথনের ভিডিওতে দেখা যাচ্ছে, শিশুর সঙ্গে অনড়গল কথা বলে যাচ্ছেন নায়িকা৷ তারপরেই আদরে,চুমুতে ভরিয়ে দিচ্ছেন৷ শিশুও নিজের মতো অভিব্যক্তিতে উত্তর দিয়ে চলেছে৷ হঠাৎই বাচ্চাটির মুখে আলো পড়ে এবং কেঁদে ওঠে৷ সঙ্গে সঙ্গে পরীমণি তাকে কোলে নিয়ে নেন এবং বলেন, আল্লাহ কাল থেকে যে তোমায় আর দেখতে পাব না ৷ তারপর আবার মজা করে বলেন, চলো তোমায় চুরি করে নিয়ে যাই, এটা শুনে একরত্তির মা বলে ওঠেন, চুরি কেন? এমনিই নিয়ে যান৷

advertisement

আরও পড়ুন-বউকে ছেড়ে শ্রাবন্তীকে! আবদার মেটাতে হিমশিম অবস্থা জিতুর, শেষমেশ যা করলেন অভিনেতা…

আরও পড়ুন-অকালে প্রয়াত হলেন রাজ, বড্ড একা হয়ে গেল তাঁর সঙ্গী, শোকের ছায়া বিনোদন জগতে

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

পরীমণির এই ভিডিও এখন নেটদুনিয়ার হটকেক৷ ভিডিওর ক্যাপশনে পরীমণি লেখেন, মা সিনেমার প্রধান এবং সর্ব কনিষ্ঠ আর্টিস্ট ইনি।রাজ্য তখন আমার পেটে। আর এই ছেলে বাচ্চাটার সাথে শুটিং করতে করতে একটা সময় আমার কেন যেন মনে হলো,আমার কি ছেলে হবে!বাচ্চাটা কতো বড় হয়ে গেছে আমার খুব দেখতে ইচ্ছা করছে। আমার পরিচালক অরন্য আনোয়ার ভাইয়ের কাছে আমার এই একটা চাওয়া থাকলো। আমি আমার ছেলে আর আমার এই পর্দার ছেলে,এই দুই ছেলেকে নিয়ে মা সিনেমার প্রথম শো টা দেখতে চাই। মা আসছে ২৬ মে প্রেক্ষাগৃহে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Pori Moni: রাজ্য ছাড়াও রয়েছে পরীমণির আরও এক সন্তান, আগে জানতেন? ভিডিওতে সব ফাঁস হল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল