TRENDING:

Pori Moni Eid Celebration:ছেলের সঙ্গে 'প্রথম ইদ',কীভাবে সেলিব্রেশন করছেন পরীমণি, রয়েছে একাধিক চমক

Last Updated:

Pori Moni Eid Celebration: ছেলের জন্মের পর প্রথমবার রাজ্যের সঙ্গে ইদ সেলিব্রেট করছেন পরীমণি ও রাজ। ছেলের সঙ্গে প্রথম ইদের দিনটিকে আরও স্পেশ্যাল করে তুলতে রয়েছে নানা পরিকল্পনা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাংলাদেশের সবচেয়ে চর্চিত ও বিতর্কিত নায়িকা পরীমণিকে নিয়ে সর্বদাই চর্চা চলেই আসছে। আজ খুশির ইদ৷ ছেলের জন্মের পর প্রথমবার রাজ্যের সঙ্গে ইদ সেলিব্রেট করছেন পরীমণি ও রাজ। তারকারা কীভাবে ইদ সেলিব্রেট করছেন, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ কেউবা পরিবারের সঙ্গে কেউ আবার প্রিয়জনের সঙ্গে এই খুশির ইদ সেলিব্রেট করেন৷ তবে ছেলের সঙ্গে প্রথম ইদের দিনটিকে আরও স্পেশ্যাল করে তুলতে নানা পরিকল্পনা করে রেখেছেন পরীমণি৷
ছেলের সঙ্গে 'প্রথম ইদ',কীভাবে সেলিব্রেশন করছেন পরীমণি, রয়েছে একাধিক চমক
ছেলের সঙ্গে 'প্রথম ইদ',কীভাবে সেলিব্রেশন করছেন পরীমণি, রয়েছে একাধিক চমক
advertisement

ইদের খুশিতে সরগরম এপার ও ওপার বাংলা৷ পরীমণির কাছেও অনেক বেশি গুরুত্বপূর্ণ চলতি বছরের ইদ৷ আট মাসের ছোট্ট একরত্তির সঙ্গেই ইদ কাটাবেন পরীমণি৷ কীভাবে ছেলের সঙ্গে ইদ সেলিব্রেশন করবেন নায়িকা, তা জানতেই মুখিয়ে রয়েছেন পরীমণির ভক্তরা৷ বাংলাদেশের প্রথমসারির সংবাদমাধ্যমকে ইদের পরিকল্পনা শেয়ার করেছেন নায়িকা৷ এবছর পরীমণি স্বামী শরিফুল ও রাজ্যর সঙ্গে পোশাকে রংমিলান্তি রাখতে চলেছেন৷ ছেলের জন্য নতুন জামা ও জুতো কিনেছেন অভিনেত্রী৷ এছাড়াও কলকাতা থেকে প্রচুর শপিং করেছেন পরীমণি৷

advertisement

আরও পড়ুন-'চাঁদ মোবারক!' আমিরের সঙ্গে ইদ পালন সলমনের, দুর্লভ ছবিতে দিলেন বড় চমক

আরও পড়ুন-ইদেই কি ভাগ্য বদলাবে! প্রথম দিনে কত কোটি টাকার ব্যবসা করল সলমনের ছবি

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পরীমণি জানিয়েছেন, আত্মীয়-স্বজনের থেকেও প্রচুর উপহার পেয়েছে ছেলে রাজ্য৷ প্রথম সন্তানের আদরও অনেক বেশি৷ পাঞ্জাবি, মাথায় টুপি পরে প্রথমবার ইদে সাজবে রাজ্য৷ এটাই ভেবেই খুশিতে আপ্লুত অভিনেত্রী৷ তবে শুধু ছেলে নয় বরং শ্বশুরবাড়ির সকলের সঙ্গেই ইদ সেলিব্রেশন করবেন পরীমণি৷ কিন্তু ছেলের জন্য অনেক বেশি এক্সাইটেড৷ তবে স্বামী রাজ কি পরিকল্পনা করেছেন তা নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী৷ আপাতত স্বামী-সন্তান-পরিবারের সঙ্গে খুশির ইদ উদযাপন করতে ব্যস্ত নায়িকা৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Pori Moni Eid Celebration:ছেলের সঙ্গে 'প্রথম ইদ',কীভাবে সেলিব্রেশন করছেন পরীমণি, রয়েছে একাধিক চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল