ইদের খুশিতে সরগরম এপার ও ওপার বাংলা৷ পরীমণির কাছেও অনেক বেশি গুরুত্বপূর্ণ চলতি বছরের ইদ৷ আট মাসের ছোট্ট একরত্তির সঙ্গেই ইদ কাটাবেন পরীমণি৷ কীভাবে ছেলের সঙ্গে ইদ সেলিব্রেশন করবেন নায়িকা, তা জানতেই মুখিয়ে রয়েছেন পরীমণির ভক্তরা৷ বাংলাদেশের প্রথমসারির সংবাদমাধ্যমকে ইদের পরিকল্পনা শেয়ার করেছেন নায়িকা৷ এবছর পরীমণি স্বামী শরিফুল ও রাজ্যর সঙ্গে পোশাকে রংমিলান্তি রাখতে চলেছেন৷ ছেলের জন্য নতুন জামা ও জুতো কিনেছেন অভিনেত্রী৷ এছাড়াও কলকাতা থেকে প্রচুর শপিং করেছেন পরীমণি৷
advertisement
আরও পড়ুন-'চাঁদ মোবারক!' আমিরের সঙ্গে ইদ পালন সলমনের, দুর্লভ ছবিতে দিলেন বড় চমক
আরও পড়ুন-ইদেই কি ভাগ্য বদলাবে! প্রথম দিনে কত কোটি টাকার ব্যবসা করল সলমনের ছবি
পরীমণি জানিয়েছেন, আত্মীয়-স্বজনের থেকেও প্রচুর উপহার পেয়েছে ছেলে রাজ্য৷ প্রথম সন্তানের আদরও অনেক বেশি৷ পাঞ্জাবি, মাথায় টুপি পরে প্রথমবার ইদে সাজবে রাজ্য৷ এটাই ভেবেই খুশিতে আপ্লুত অভিনেত্রী৷ তবে শুধু ছেলে নয় বরং শ্বশুরবাড়ির সকলের সঙ্গেই ইদ সেলিব্রেশন করবেন পরীমণি৷ কিন্তু ছেলের জন্য অনেক বেশি এক্সাইটেড৷ তবে স্বামী রাজ কি পরিকল্পনা করেছেন তা নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী৷ আপাতত স্বামী-সন্তান-পরিবারের সঙ্গে খুশির ইদ উদযাপন করতে ব্যস্ত নায়িকা৷