এই ঘটনার নেপথ্যে রয়েছেন বাংলাদেশের নায়িকা পরীমণি। স্বামী ও ছেলের ছবি দিয়ে লিখলেন, 'উনি ব্রাজিল সাপোর্টার মানে ঘোর ব্রাজিল যাকে বলে। কিন্তু সে আজ আমার দুঃখ কমাতে আর্জেন্টিনা পরে ফেলছে! কেমনডা লাগে।'
বিশ্বকাপের প্রথম ম্যাচেই হারের মুখ দেখেছে আর্জেন্টিনা। সৌদি আরবের কাছে ১-২ গোলে হেরে বিপাকে লিওনেল মেসির দল। মেসির শেষ বিশ্বকাপে প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হেরে যাওয়ায় আর্জেন্টিনা-প্রেমীদের মন খারাপ। সেই দলে রয়েছেন পরীমণিও।
advertisement
আরও পড়ুন: রাজকে নিয়ে পরীমণির সঙ্গে বিতণ্ডা! রেগে গিয়ে এ কী সিদ্ধান্ত নিলেন মিম
আরও পড়ুন: অতিরিক্ত মেসি নির্ভরতাই কী কাল হল আর্জেন্টিনার? সমর্থকদের ভরসা রাখতে বলছেন মেসি
তারকা দম্পতির পছন্দের দল ভিন্ন। ফলে ঘরেই বিভাজন। কিন্তু ব্রাজিলের সমর্থক হয়েও স্ত্রীর মন ভাল করার জন্য আর্জেন্টিনার জার্সি পরে ফেলেছেন রাজ। তিন বছরের ছেলে শাহীম মহাম্মদ রাজ্যের সঙ্গে হাসিমুখে ছবিও দিয়েছেন 'হাওয়া'র অভিনেতা।
আজ, বৃহস্পতিবার মধ্যরাতে সার্বিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু ব্রাজিলের। ছোট দলগুলির লড়াকু ফুটবল রীতিমত চিন্তায় ফেলে দিয়েছে বড় দলদের। দেখা যাক, এই খেলায় হাসিমুখে মাঠ ছাড়তে পারে কিনা ব্রাজিল।