TRENDING:

Bangladesh Singer Noble: বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন নোবেলের স্ত্রী! গায়কের মদের নেশাই কী কারণ? জানুন

Last Updated:

আইনি বিচ্ছেদ হয়ে গেল সালসাবেল মাহমুদ এবং গায়ক নোবেলের৷ আজ ফেসবুকে একটি পোস্ট দিয়ে সালসাবেল জানালেন ‘‘আমি আমার পারিবারিক সিদ্ধান্তে ডিভোর্সের কাজ সম্পন্ন করলাম, ধন্যবাদ’’৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বহুদিন ধরেই জলঘোলা চলছিল৷ অবশেষে ‘ক্লিয়ার’ করলেন বাংলাদেশের গায়ক নোবেলের স্ত্রী সালসাবেল মাহমুদ৷ আইনি বিচ্ছেদ হয়ে গেল সালসাবেল মাহমুদ এবং গায়ক নোবেলের৷ আজ ফেসবুকে একটি পোস্ট দিয়ে সালসাবেল জানালেন ‘‘আমি আমার পারিবারিক সিদ্ধান্তে ডিভোর্সের কাজ সম্পন্ন করলাম, ধন্যবাদ’’৷
বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন নোবেলের স্ত্রী! গায়কের মদের নেশাই কী কারণ? জানুন
বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন নোবেলের স্ত্রী! গায়কের মদের নেশাই কী কারণ? জানুন
advertisement

বেশ কিছুদিন ধরেই চর্চায় গায়ক৷ মত্ত অবস্থায় স্টেজে ওঠা, দর্শকদের তাঁকে লক্ষ্য করে জুতো ছোঁড়া থেকে শুরু করে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিবাদ৷ বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে খবরের শিরোনামে নোবেল৷ স্ত্রী সালসাবেলের সঙ্গে তাঁর ঝামেল চলছিল বহুদিন ধরেই৷ নোবেলের মাদকাসক্তি নিয়ে অনেকদিন ধরেই সোচ্চার ছিলেন তাঁর স্ত্রী৷

advertisement

বিবাহ বিচ্ছেদের একটি অন্যতম কারণ যে নোবেলের নেশা, তা নিজের পোস্টেই একরকম স্পষ্ট করছেন সালসাবেল৷ ‘‘সাম্প্রতিক কিছু ঘটনার পরও যখন আমার ও নোবেলের কথা হয়, আমি তাকে শেষবারের মতো মাদকদ্রব্য ছাড়ার কথা এবং চিকিৎসা নেওযার জন্য জিজ্ঞেস করি৷ সে পরিষ্কারভাবে জানিয়ে দেয় সে কখনো মাদক ছাড়বে না’’৷

advertisement

মাদকের জন্য যারা নোবেলকে প্ররোচিত করেছেন তাদের দিকেও অভিযোগের তীর ছুঁড়েছেন সালসাবেল৷ তাঁর কথায় নোবেলের নেশার জন্য সে শুধু একা দায়ী নয়৷ ‘‘অবশ্যই সে নিজেই সবচেয়ে বেশি দায়ী, কিন্তু তার মাদকদ্রব্য প্রাপ্তি ও আসক্তির ক্ষেত্রে অনেক ক্ষমতাশালী মানুষদের অবদান আছে৷’’

আরও পড়ুন: ‘ভেবেছিলাম কেরিয়ার শেষ’, নাকের সার্জারির পর কেন অবসাদে চলে গিয়েছিলেন প্রিয়াঙ্কা? কারন জানুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নোবেল আগেই জানিয়েছিলেন যে তাঁদের আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে৷ বিচ্ছেদের কারণে তিনি কতটা অবসাদে রয়েছেন সে কথাও জানিয়েছিলেন গায়ক৷ যদিও সেসময় তাঁর স্ত্রী দাবি করেন, এখনও তাঁদের চূড়ান্ত কিছু সিদ্ধান্ত হয়নি৷ অবশেষে আইনি বিচ্ছেদের কথা নিজেই পোস্ট করলেন সালসাবেল৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bangladesh Singer Noble: বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন নোবেলের স্ত্রী! গায়কের মদের নেশাই কী কারণ? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল