TRENDING:

Aditi Mohsin : কলকাতায় একক কনসার্টে প্রায় দুবছর পর বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অদিতি মহসিন

Last Updated:

Aditi Mohsin : গত দুবছর কলকাতায় আসা হয়নি। আমার মনে পড়েনা এই সময়ের মধ্যে কলকাতায় বাংলাদেশের কোনো শিল্পীর একক হয়েছে কিনা : অদিতি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুই বাংলার শ্রোতাদের কাছেই জনপ্রিয় শিল্পী অদিতি মহসিন। বহুবছর ধরেই এপার বাংলা আর ওপার বাংলার মেলবন্ধন ঘটেছে তাঁর গানের সুরে। করোনাকালের পর এপার বাংলায় এসে একক সঙ্গীতানুষ্ঠান করা হয়ে ওঠেনি শিল্পীর। এবার আবারো একক অনুষ্ঠানে তাঁর কন্ঠে রবীন্দ্র সংগীত শুনবে তিলোত্তমা কলকাতা বাইশে শ্রাবনের আগে। বাংলার শ্রোতাদের কাছে এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে?
advertisement

দুবছর এদেশের মঞ্চে বাংলাদেশের শিল্পীরা তেমন কোনো একক পার্ফরম্যান্স করে উঠতে পারেননি এ শহরে। এবারের বেহালা সাংস্কৃতিক সম্মিলনীর উদ্যোগে আগামী ৫ অগাস্ট কলামন্দিরে অনুষ্ঠিত হবে একক রবীন্দ্রসঙ্গীতে অদিতি মহসিন, সন্ধ্যা ৬:৩০ টায়।

আরও পড়ুন: করিনা কার তৃষ্ণার্ত ছবি দেখেন? আমিরকে প্রকাশ্য়ে অপমান বেবোর

এই শ্রাবণের এক সন্ধ্যায় রবীন্দ্রনাথের গানে দীর্ঘ সময় পর আবার কলকাতায় তাঁর গানের আসর বসবে। দুই বাংলার এক সুর। গানে গানে মিলেমিশে একাকার হবে গঙ্গার এপার-ওপার। ব্যাবস্থাপনায় সৌম্য সরকার। সামনে ২২ শ্রাবণ, কবি গুরুর মৃত্যুদিন। তারই কিছুদিন আগে শহরে এইরকম এক আয়োজন শ্রোতাদের নিশ্চয়ই মন ছুঁয়ে যাবে। করোনা কালে এমন কোনও আয়োজন করা সম্ভব হয়নি। তাই প্রায় দুবছর পর অদিতি মহসিন-এর রবীন্দ্রসঙ্গীত শুনবে কলকাতার মানুষ।

advertisement

আরও পড়ুন: 'শিল্প আমাদের রক্তে মিশে',১৪ বছরের অভিলিপ্সার 'হর হর শম্ভু' সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল

২০০৩-এ অদিতি-এর প্রথম অ্যালবাম, "আমার মন চেয়ে রয়" প্রকাশ পায়। তারপরেই তা পেয়েছেন দেবব্রত স্মৃতি পুরস্কার। অদিতি মহসিন জানালেন, "গত দুবছর কলকাতায় আসা হয়নি। আমার মনে পড়েনা এই সময়ের মধ্যে কলকাতায় বাংলাদেশের কোনো শিল্পীর একক হয়েছে কিনা! তবে আমি নিজে খুব খুশি প্রায় দুবছর পর আমি কলকাতায় গান গাইব এটা ভেবে।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

 Manash Basak

বাংলা খবর/ খবর/বিনোদন/
Aditi Mohsin : কলকাতায় একক কনসার্টে প্রায় দুবছর পর বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অদিতি মহসিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল