‘কৃষ্ণকলি’ দিয়ে পথ চলা শুরু তারপর নিজের অভিনয় দক্ষতায় জয় করে নিয়েছেন দর্শকদের মন। ছোট পর্দার অত্যন্ত পরিচিত মুখ তিয়াসা। বুধবার তাঁর জন্মদিন। পাশাপাশি শোনা গিয়েছে পুরনো সম্পর্কের রেশ কাটিয়ে নতুন করে প্রেমে পড়েছেন অভিনেত্রী। নতুন প্রেমিকের সঙ্গে কেমন কাটল তাঁর জন্মদিন? প্রশ্ন ছুড়ে দিলে অভিনেত্রীর উত্তর, “কাল রাত থেকেই শুরু হয়ে গিয়েছিল সেলিব্রেশন। কাল সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে আমার জন্মদিন পালন করেছে সে। আমার বিশেষ দিনটাকে আরও বিশেষ করে তুলেছে। অনেক উপহার দিয়েছে আমায়। জন্মদিন উপলক্ষ্যে প্রথম যে পোশাকটা পড়ে ছবি দিয়েছি, সেটাও তাঁরই দেওয়া।”
advertisement
আরও পড়ুন: যশ, মধুমিতা, মিমি থেকে দিব্যজ্যোতি! টলিপাড়ার স্বাধীনতা দিবস উদযাপন, রইল অ্যালবাম
পাশাপাশি অভিনেত্রী বলেন, “আমার ছোটবেলার সব বন্ধুদের সঙ্গে ১৫-১৬ বছর পর এ ভাবে এত মজা করে জন্মদিন কাটালাম। ওদের সঙ্গে একটু ঘুরলাম। তারপর আজ সকালে বাড়ি ফিরতেই আমাকে আশীর্বাদ করল সকলে। প্রচুর খাওয়া দাওয়া করেছি সবাই মিলে।”
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি মিষ্টি সিং! কী হল অভিনেত্রীর, জানালেন নিজেই
জন্মদিন মানেই খাওয়া দাওয়া। খেতে ভালোবাসেন তিয়াসাও। আজ কী কী বিশেষ পদ ছিল তাঁর জন্মদিনের ম্যেনুতে? প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, “চিংড়ি, ইলিশ, কাতলা, মাটন, পাঁচ রকমের ভাজা, ভাত, বিরিয়ানি।” তার পর একটু হেসে বললেন, “আরও অনেক কিছু ছিল আর মনে পড়ছে না।”
এই বিশেষ দিনে নিজেকে কী উপহার দিলেন তিনি? জানতে চাওয়া হলে তিনি জানান, শুধু জন্মদিন বলে নয়, তাঁর জীবনের বিশেষ দিনগুলিতে তিনি নিজেকে কিছু না কিছু উপহার দিয়েই থাকেন। এ বারও তার ব্যতিক্রম নয়। তিনি একটা খুব সুন্দর আংটি উপহার দিয়েছেন নিজেকে।