মাত্র তিন মাস হল শুরু হয়েছে এই সিরিয়াল। এখানে নাম ভূমিকায় রয়েছেন অভিনেত্রী সুস্মিতা দে এবং তাঁর বিপরীতে রয়েছেন রাজদীপ গুপ্ত। প্রথম দিকে খুব ভাল ফল করতে না পারলেও পরে ধীরে ধীরে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে 'পঞ্চমী'। সকলকে চমক লাগিয়ে টিআরপি তালিকায় সেরা দশে জায়গা পাকা করে নিয়েছে এই মেগা।
advertisement
আরও পড়ুন- অনির্বাণে মুগ্ধ রানি! তাঁর সুপারিশেই 'মিস্টার চ্যাটার্জি' হয়ে ওঠেন অভিনেতা
এর আগে ইচ্ছাধারী নাগিনী নিয়ে ধারাবাহিক হোক বা সিনেমা সবটাই আমরা দেখে এসেছি অন্য ভাষায়, বিশেষ করে হিন্দিতে। বাংলাতে দেখা গেলেও তা ছিল মূলত রিমেক। কিন্তু এটি প্রথম কিন্তু এটি প্রথম ধারাবাহিক যেখানে নির্মাতারা একেবারে নিজস্ব গল্প তৈরি করেছেন। আর এবার বাঙালি দর্শকদের মন জয় করার পর 'পঞ্চমী' পাড়ি দিল দক্ষিণ ভারতে। স্টার মা তে তেলুগু ভাষায় রিমেক করা হবে এই ধারাবাহিক রিমেক করা হচ্ছে 'নাগপঞ্চমী' নামে। ২৭ মার্চ থেকেই 'নাগপঞ্চমী'র সম্প্রচার শুরু হয়ে গিয়েছে। এবার দেখার পালা বাংলার মতো তেলেগু ভাষার দর্শকদের কতটা মন জয় করতে পারে এই মেগা।