TRENDING:

Bangla Serial: 'পঞ্চমী' পাড়ি দিল দক্ষিণ ভারতে! তাও একেবারে নতুন নামে

Last Updated:

বিভিন্ন চ্যানেলের হিট বাংলা মেগা হিন্দি-সহ নানা ভাষায় রিমেক হয়েছে। আর এবার এই তালিকায় নাম উঠল 'পঞ্চমী'র।তেলুগু ভাষায় রিমেক হচ্ছে এই সিরিয়াল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: হিন্দি এবং অন্যান্য ভাষার হিট মেগা যেমন বাংলা ভাষায় রিমেক করতে দেখা গিয়েছে। ঠিক তেমনি বাংলার বিভিন্ন ধারাবাহিক হিন্দি সহ অন্যান্য ভাষায় রিমেকের চল শুরু হয়েছে বেশ কয়েক বছর ধরে। বিভিন্ন চ্যানেলের হিট বাংলা মেগা হিন্দি-সহ নানা ভাষায় রিমেক হয়েছে। জি বাংলার 'মিঠাই' থেকে শুরু করে স্টার জলসার 'শ্রীময়ী', 'আলতাফড়িং', 'ওগো বধূ সুন্দরী'। আর এবার এই তালিকায় নাম উঠল 'পঞ্চমী'র।তেলুগু ভাষায় রিমেক হচ্ছে এই সিরিয়াল।
'পঞ্চমী' পাড়ি দিল দক্ষিণ ভারতে
'পঞ্চমী' পাড়ি দিল দক্ষিণ ভারতে
advertisement

মাত্র তিন মাস হল শুরু হয়েছে এই সিরিয়াল। এখানে নাম ভূমিকায় রয়েছেন অভিনেত্রী সুস্মিতা দে এবং তাঁর বিপরীতে রয়েছেন রাজদীপ গুপ্ত। প্রথম দিকে খুব ভাল ফল করতে না পারলেও পরে ধীরে ধীরে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে 'পঞ্চমী'। সকলকে চমক লাগিয়ে টিআরপি তালিকায় সেরা দশে জায়গা পাকা করে নিয়েছে এই মেগা।

advertisement

আরও পড়ুন- অনির্বাণে মুগ্ধ রানি! তাঁর সুপারিশেই 'মিস্টার চ্যাটার্জি' হয়ে ওঠেন অভিনেতা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এর আগে ইচ্ছাধারী নাগিনী নিয়ে ধারাবাহিক হোক বা সিনেমা সবটাই আমরা দেখে এসেছি অন্য ভাষায়, বিশেষ করে হিন্দিতে। বাংলাতে দেখা গেলেও তা ছিল মূলত রিমেক। কিন্তু এটি প্রথম কিন্তু এটি প্রথম ধারাবাহিক যেখানে নির্মাতারা একেবারে নিজস্ব গল্প তৈরি করেছেন। আর এবার বাঙালি দর্শকদের মন জয় করার পর 'পঞ্চমী' পাড়ি দিল দক্ষিণ ভারতে। স্টার মা তে তেলুগু ভাষায় রিমেক করা হবে এই ধারাবাহিক রিমেক করা হচ্ছে 'নাগপঞ্চমী' নামে। ২৭ মার্চ থেকেই 'নাগপঞ্চমী'র সম্প্রচার শুরু হয়ে গিয়েছে। এবার দেখার পালা বাংলার মতো তেলেগু ভাষার দর্শকদের কতটা মন জয় করতে পারে এই মেগা।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bangla Serial: 'পঞ্চমী' পাড়ি দিল দক্ষিণ ভারতে! তাও একেবারে নতুন নামে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল