TRENDING:

প্রকাশ্যে ‘বাজিরাও মস্তানি’-র পোস্টার !

Last Updated:

সঞ্জয়লীলা বনশালির ‘বাজিরাও মস্তানি’র প্রথম পোস্টার! তবে শুধু ট্রেলার বা পোস্টার নয়, বনশালির ‘বাজিরাও মস্তানি’ নিয়ে গুঞ্জন শুরু বহু আগে থেকেই৷ সেই ‘হাম দিল দে চুকে সনম’-এর সময় থেকে এই ছবির চিত্রনাট্য লিখছিলেন নাকি সঞ্জয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কিছুদিন আগেই প্রকাশ পেয়েছিল ছবির ট্রেলার৷ আর এবার সামনে এল সঞ্জয়লীলা বনশালির ‘বাজিরাও মস্তানি’র প্রথম পোস্টার! তবে শুধু ট্রেলার বা পোস্টার নয়, বনশালির ‘বাজিরাও মস্তানি’ নিয়ে গুঞ্জন শুরু বহু আগে থেকেই৷ সেই  ‘হাম দিল দে চুকে সনম’-এর সময় থেকে এই ছবির চিত্রনাট্য লিখছিলেন নাকি সঞ্জয়৷ ইচ্ছে ছিল, সলমন ও ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়েই করবেন ছবি৷ তখন অবশ্য ঐশ্বর্য  ছিলেন রাই, জুনিয়ার বচ্চন তো দূর অস্ত তখন৷ কিন্তু সল্লু ও অ্যাশ প্রেম কাণ্ডের ফাঁদে পড়ে তখন সে ছবি করা হয়ে উঠল না বনশালির ৷ এখানেই শেষ নয়, ‘বাজিরাও মস্তানি’র পিছু ছাড়ল না বির্তক৷ প্রথমে সলমন সরলেন ছবি থেকে, তারপর রণবীর কাপুর ও করিনা কাপুরও৷ সুশান্ত সিং রাজপুতকেও অফার দিয়েছিলেন বনশালি৷ তবে শেষমেশ, বলিউডের নতুন প্রেমিক জুটি দীপিকা ও রণবীর সিং এলেন লাইনে৷ ‘রামলীলা’র সাফল্যের পর ফের সঞ্জয়ের ছবিতে জুটি বাঁধলেন দীপিকা-রণবীর৷ সঙ্গে পিগি চপস প্রিয়াঙ্কা চোপড়া৷ স্টার কাস্ট জমে ক্ষীর৷
advertisement

সঞ্জয়লীলা বনশালির ‘বাজিরাও মস্তানি’র প্রথম পোস্টার

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

‘বাজিরাও’ সুলতানের প্রেম কাহিনীকে নিজের জল্পনা-কল্পনাতে এনেই ‘বাজিরাও মস্তানি’র চিত্রনাট্য লিখেছেন সঞ্জয়৷ ছবিতে ‘বাজিরাও’ রণবীর আর তাঁর দুই মস্তানি দীপিকা ও প্রিয়াঙ্কা৷ ছবির প্রথমন পোস্টারে ফুটে উঠল রণবীরের সেই বাজিরাও রূপ৷ ছবিটি মুক্তি পাবে ১৮ ডিসেম্বর৷  একই দিনে আবার বড় পর্দায় আসতে চলেছে শাহরুখ কাজলের বহু প্রতীক্ষিত "দিলওয়ালে"৷ বড় পর্দায় এই লড়াইয়ে শেষ হাসিটি কে হাসবেন সেটা কেবলই সময়ের অপেক্ষা৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রকাশ্যে ‘বাজিরাও মস্তানি’-র পোস্টার !