প্রেম, রাজনীতি, যাঁদের নামের সঙ্গে একেবারে সমার্থক, তাঁরা শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়।বর্তমানে সক্রিয় রাজনীতি থেকে কয়েক যোজন দূরে থাকলেও তাঁরা রাজনৈতিক ব্যক্তিত্ব। জুটিকে নিয়ে আলোচনার শেষ নেই। তাই বন্ধুত্বের দিনে তাঁরা কী করলেন, তা দেখার জন্য মুখিয়ে ছিল নেটিজেনরা। তবে নেটিজেনদের হতাশ করেননি তারকা জুটি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন তাঁদের বন্ধুত্ব দিবসে কাটানো নানা মুহূর্ত।
advertisement
ঘড়ির কাঁটা ১২টার ঘর পেরোতেই ফেসবুকের পাতায় শোভন চট্টোপাধ্যায়কে ফ্রেন্ডশিপ ডের শুভেচ্ছা জানান বৈশাখী। ক্যাপশনে লেখেন, ‘তোমার জন্যই আমি একটু বেশি হাসি। তোমার জন্যই আমি একটু কম কাঁদি। তোমার জন্যই আমার মুখে হাসি লেগে থাকে।’ প্রেমের দিবসেও ছবি শেয়ার করেছিলেন তাঁরা। আদরে মাখামাখি সেই ছবিতে মুগ্ধ হয়েছিল নেটিজেনরা। এবার বন্ধুত্ব দিবসেও তাইই। তাঁরা সঙ্গী, বন্ধুও বটে।
রাষ্ট্রপুঞ্জ ২০১১ সালে ৩০ জুলাই দিনটিকে ফ্রেন্ডশিপ দিন বলে ঘোষণা করেছে, তবে এখনও বন্ধু দিবস বলতে কিন্তু আগস্টের প্রথম রবিবারটিকেই বোঝানো হয়ে থাকে। পৃথিবীর বেশ কিছু দেশে অন্যান্য দিনেও বন্ধুত্বের উদযাপন করা হয়। যেমন আলাদা করে মেয়েদের ফ্রেন্ডশিপ ডে পালন করা হয় আগস্ট মাসের তিন নম্বর রবিবারে।