TRENDING:

‘বাহুবলি ২’ পরের বছর মার্চে !

Last Updated:

কবে পাবে মুক্তি তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ ছিল না ৷ তার ওপর চাপা উত্তেজনা কাটাপ্পা কেন মারল বাহুবলি-র বাবা আরেক বাহুবলিকে ! সেই উত্তেজনাকে আরও তুঙ্গে তুলে দিতে ‘বাহুবলি’ প্রভাস করলেন ট্যুইট ! ট্যুইটে জানালেন, ‘আরও একটু অপেক্ষা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কবে পাবে মুক্তি তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ ছিল না ৷ তার ওপর চাপা উত্তেজনা কাটাপ্পা কেন মারল বাহুবলি-র বাবা আরেক বাহুবলিকে ! সেই উত্তেজনাকে আরও তুঙ্গে তুলে দিতে ‘বাহুবলি’ প্রভাস করলেন ট্যুইট ! ট্যুইটে জানালেন, ‘আরও একটু অপেক্ষা ৷ তাহলেই জানা যাবে কাটাপ্পা কেন মারল বাহুবলিকে ৷ কারণ ছবিটা মুক্তি পাবে ২০১৭ সালের ১৪ মার্চ !’
advertisement

‘বাহুবলি টু’তে রয়েছেন প্রভাস, তামান্না ভাটিয়া ও অনুষ্কা শেট্টি ৷ গুঞ্জনে শোনা গিয়েছে, ‘বাহুবলি টু’তে কাটাপ্পা রহস্য ছাড়াও রয়েছে আরও অনেক চমক ! এমনকী, এই ছবিতে নাকি থাকতে পারে বলিউডের তাবড় এক অভিনেতা ৷ তবে কে সে? তা নিয়ে মুখ খুলতে নারাজা বাহুবলি টিম ! চলছে ছবির শ্যুটিং ৷

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘বাহুবলি ২’ পরের বছর মার্চে !