নয়নের চরিত্রে কাকে দেখতে পাবেন দর্শকেরা? সেই বিষয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছেন সন্দীপ রায়। সংবাদমাধ্যমের খবর, রহস্য রোমাঞ্চ সিরিজের শুরুতেই অভিনেতা নিয়ে আরও একটু রহস্য রাখতে চাইলেন পরিচালক। রহস্যের শেষ এখানেই নয়, এখনও পর্যন্ত ছবির মুক্তির দিনক্ষণ প্রকাশ করতে চাননি সত্যজিৎ-পুত্র।
তবে এরই মধ্যে আর একটি গুঞ্জন ছড়িয়েছে টলিপাড়ায়। শোনা গিয়েছে, দক্ষিণী সুপারহিট ছবি ‘বাহুবলী’র অভিনেতা চরণদীপ সুরেননিকে এই ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে। কালকেয়র রাজার ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁকে এবার ‘নয়ন রহস্য’ গল্পের একটি চরিত্রে ভাবা হয়েছে বলে সংবাদমাধ্যমের খবর। ছবিতে ‘দানব’ গাওয়াঙ্গির জন্য বিশালাকৃতির অভিনেতার প্রয়োজন বলে সম্ভবত তাঁকে বেছে নেওয়া হয়েছে। কিন্তু এ বিষয়ে পরিচালকের তরফে শিলমোহর পড়েনি।
advertisement
আরও পড়ুন: পরীমণির সঙ্গে হাসপাতালে ভর্তি ‘সুড়ঙ্গ’ নায়িকা তমাও! রাজের মাথা ফাটার পর ঘনাচ্ছে রহস্য
সন্দীপের স্ত্রী ললিতা রায় এই ছবিতে পোশাকের দায়িত্বে রয়েছেন। সন্দীপের ছেলে সৌরদীপ তাঁর বাবার সহকারী পরিচালক হিসেবে কাজ করবেন বলে সূত্রের খবর।