TRENDING:

Badla Movie Review: গল্পকে ছাপিয়ে গিয়ে ছবি উতরে দিলেন অমিতাভ-তাপসী !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আসলে পরিচালক সুজয় ঘোষ একই ছবির মধ্যে অন্ততপক্ষে ২টো গল্প বলে চলেন৷ একটি গল্প চলে ছবির চিত্রনাট্যের সঙ্গে তাল মিলিয়ে, আর আরেকটি গল্প, ছবির চিত্রনাট্য থেকে গল্পের রসদ নিয়ে দর্শকের মস্তিষ্কে অন্য গল্প তৈরি করে ৷ সুজয় ঘোষের পরিচালনার এটা নিয়মত প্যাটার্ন বললে ভুল বলা হয় না ৷ ঠিক যেমনটি ‘কাহানি’, ‘কাহানি ২’, ছোট্ট ছবি ‘অহল্যা’, এমনকী, সুজয়ের প্রযোজনায় ‘তিন’ ছবিতেও এই ধরণের উপাদান রয়েছে ৷

বদলা

4/5
undefined undefined ৮|হিন্দি|থ্রিলার
Starring:অমিতাভ বচ্চন, তাপসী পান্নু, টনি লুকDirector:সুজয় ঘোষMusic:
Watch Trailer
advertisement

সুজয় ঘোষ পরিচালিত নতুন ছবি ‘বদলা’ দেখতে বসেও সেই একই সমীকরণ মাথায় চলে আসে৷ আর এই সমীকরণই হয়ে ওঠে ছবির আসল মোচড় ৷ বলা ভালো, কখনও চিত্রনাট্যের সঙ্গে, তো কখনও চিত্রনাট্যের বাইরে তাল মিলিয়ে রহস্যের সমাধান করার মজাই আড়াই ঘণ্টা ধরে বসিয়ে রাখে ৷ আর এর উপরি পাওনা অমিতাভ বচ্চন ও তাপসী পান্নু জুটির দুর্দান্ত অভিনয়৷

advertisement

জনপ্রিয় স্প্যানিশ ছবি ‘দ্য ইনভিসিবল গেস্ট’ থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হয়েছে ‘বদলা’ ৷ নেটফ্লিক্সের সৌজন্যে এই স্প্যানিশ ছবিটি ইতিমধ্যেই অনেকে দেখে ফেলেছেন এবং জনপ্রিয়ও বটে ৷ সুজয় ঘোষ কিন্তু তাই এই ছবিকে একেবারে অন্ধের মতো অনুকরণ করেছেন ৷ তবে ছবির মধ্যে ভরেছেন বলিউডি টাচ ! কিন্তু সুজয় এটি করতে গিয়ে একেবারেই ছবির মুডকে বদলে দেননি ৷ বরং নিজের মতো করে গল্পের মধ্যে এনেছেন মহাভারতের রেফারেন্স ৷ আর এখানেই বাজিমাত করেছেন সুজয় !

advertisement

ছবির গল্প দাঁড়িয়ে দুই চরিত্রের ওপর ৷ অমিতাভ ও তাপসী পান্নু ৷ একটি খুন, খুনের রহস্যের সমাধান ৷ আর এই দুই চরিত্রে অবস্থান ৷ আর বাদ বাকিটা কখনও ফ্ল্যাশব্যাক, কখনও ফ্ল্যাশ ফরোয়ার্ড ৷

তবে এত কিছুর মধ্যেও সুজয়ের এই ‘বদলা’ একেবারেই অমিতাভ ও তাপসী পান্নুর ছবি৷ ‘পিঙ্ক’ ছবির পর আবার এক ধামাকাদার পারফরম্যান্স দিলেন বিগ বি ও তাপসী ৷ যা কিনা মুগ্ধ হয়ে দেখতে হয় ৷ বলা ভালো গল্প, চিত্রনাট্য সবার ওপরে গিয়ে অভিনয় করেছেন এ দু’জনে ৷ দক্ষিণ নায়ক টনি লুকও বেশ নজর কাড়েন ৷ সিনেম্যাটোগ্রাফার অভিক মুখোপাধ্যায়ের ক্যামেরা ছবির রোমাঞ্চকে শক্তপোক্ত ভাবে ধরে রাখে ৷ ছবিতে কোনও গান নেই ৷ তবে গল্পের সঙ্গে তাল মিলিয়ে আবহ সঙ্গীত বেশ জমাটি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

সব মিলিয়ে ‘বদলা’ ছবি সুজয়ের তৈরি আরেকটি ভালো থ্রিলার ৷ সঙ্গে উপরি পাওনা অমিতাভ ও তাপসী !

বাংলা খবর/ খবর/বিনোদন/
Badla Movie Review: গল্পকে ছাপিয়ে গিয়ে ছবি উতরে দিলেন অমিতাভ-তাপসী !