TRENDING:

Bollywood Movie : প্রথম দিনেই বক্স অফিস কাঁপিয়ে দিল অক্ষয়-টাইগার জুটি! ইদে কত আয় করল ‘বড়ে মিঞা ছোটে মিঞা’?

Last Updated:

Bollywood Movie : ইদ অর্থাৎ ১১ এপ্রিল, ২০২৪ তারিখে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিঞা ছোটে মিঞা’। প্রাথমিক ভাবে জানা গিয়েছে যে, অ্যাডভান্স সেলে এই ছবির ১ লক্ষেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। ফলে বোঝা যাচ্ছে যে, বেশ ভালই ওপেনিং হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইদ অর্থাৎ ১১ এপ্রিল, ২০২৪ তারিখে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিঞা ছোটে মিঞা’। ফলে ভক্তদের উচ্ছ্বাস বাঁধভাঙা! আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবিতে প্রথমবার পর্দায় জুটি বাঁধলেন অক্ষয় এবং টাইগার।
advertisement

প্রাথমিক ভাবে জানা গিয়েছে যে, অ্যাডভান্স সেলে এই ছবির ১ লক্ষেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। ফলে বোঝা যাচ্ছে যে, বেশ ভালই ওপেনিং হয়েছে। ইন্ডাস্ট্রি ট্র্যাক্যার Sacnilk.com জানাচ্ছে যে, প্রথম দিনে সমস্ত ভাষায় ভারতে এই ছবির আয় হয়েছে ১৫.৫ কোটি টাকারও বেশি।

আরও পড়ুন : IPL ঝড়ে বোল্ডআউট একাধিক মেগা! ধরাশায়ী ‘জগদ্ধাত্রী’, সেরার মুকুট কার মাথায়?

advertisement

News18 Showsha এই ছবিটিকে রেটিং দিয়েছে। আর সেই রেটিং অনুযায়ী ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ৫ এর মধ্যে ৩ পেয়েছে। অক্ষয় এবং টাইগারের অভিনয়ের বিষয়ে আমাদের রিভিউ বলছে, অক্ষয় এবং টাইগারকে দেখা গিয়েছে যথাক্রমে ক্যাপ্টেন ফ্রেডি এবং ক্যাপ্টেন রকির ভূমিকায়। তাঁদের একে অপরের সঙ্গে করা ঠাট্টা-তামাশার মুহূর্তগুলি যুদ্ধের দৃশ্যগুলির মাঝে যেন একটা অবকাশ প্রদান করেছে। টাইগার আবার বেশ মজার মজার ওয়ান লাইনার পেয়েছেন। যেমন – “ইয়ে আদমি হ্যায় ইয়া ড্যান্ডরাফ, জাতা হি নেহি।” আবার অক্ষয়ও বেশ নায়কোচিত! আর নতুন এই জুটির কিছু দৃশ্য তো যেন খাঁটি সোনা!

advertisement

আরও পড়ুন : মঙ্গলবার সকালে হাওড়া ব্রিজে কার্তিক! ‘রুহ্‌ বাবা’ লুকে ছবি শেয়ার করলেন অভিনেতা

যদিও এই শোয়ে বোধহয় সমস্ত প্রচারের আলো কেড়ে নিয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন। যিনি খল চরিত্রে অভিনয় করেছেন। কালো মাস্ক পরিহিত এই ভিলেন যেন এক আল্ট্রা-কুল ভাইব তৈরি করেছেন। আমরা এমনিতে তাঁকে যেসব চরিত্রে দেখেছি, সেখান থেকে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবির চরিত্রটিকে তিনি যেন এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

‘বড়ে মিঞা ছোটে মিঞা’ যদিও গত ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। যার ফলে অজয় দেবগন অভিনীত ‘ময়দান’ ছবির সঙ্গেই একই দিনে মুক্তি পেত ছবিটি। কিন্তু এরপর জানা যায় যে, ভারতে ঈদ উদযাপিত হবে ১১ এপ্রিল। যার ফলে দু’টি ছবিরই মুক্তির দিন বদলে দেওয়া হয়। তাই ‘ময়দান’ আর ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ গত ১১ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood Movie : প্রথম দিনেই বক্স অফিস কাঁপিয়ে দিল অক্ষয়-টাইগার জুটি! ইদে কত আয় করল ‘বড়ে মিঞা ছোটে মিঞা’?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল